IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে নাগপুরের পর রায়পুরেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও মাঝপথে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে। রাচিন রবীন্দ্র ২৬ বলে ৪৪ রান করে ইনিংস সামাল দেন। শেষদিকে মিচেল স্যান্টনার ২৭ বলে অপরাজিত ৪৭ রান করে দলকে ২০ ওভারে ২০৮ রানে পৌঁছে দেন।
ভারতের হয়ে কুলদীপ যাদব দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুত আউট হলে চাপ বাড়ে। তবে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব পরিস্থিতি সামাল দেন। দুজনে মিলে ৪৮ বলে ১২২ রানের জুটি গড়েন। ঈশান ৩২ বলে ৭৬ ও সূর্যকুমার ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন। শেষদিকে শিবম দুবে দ্রুত ৩৬ রান তুলে ৭ উইকেটের জয় নিশ্চিত করেন। ভারতের এই জয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।