"মেরে ছাতু বানিয়ে দিলো..." নিউজিল্যান্ডের সামনে ২৩৮ রান বানালো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs NZ: ওডিআই সিরিজে ব্যার্থতার পর ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজের শুরুটা করলো একেবারে বিধ্বংসী ভাবে। কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটিতে দুরন্ত শুরু করলো ভারত। নিউজিল্যান্ড টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলেই তিনি খেলেন বিধ্বংসী ৮৪ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে একের পর এক বাউন্ডারি ও ছক্কা, যার ফলে শুরুতেই চাপে পড়ে যায় কিউই বোলাররা।

অধিনায়ক সূর্যকুমার যাদবও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ২২ বলে ৩২ রান করে ইনিংসকে স্থিতি দেন তিনি। মাঝের ওভারে হার্দিক পান্ডিয়া (২৫ রান) ও রিঙ্কু সিং (২৪ রান) দ্রুতগতিতে রান তুলে স্কোর আরও বাড়িয়ে দেন। শুরুটা অবশ্য খুব বড় করতে পারেননি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। তবে শেষ দিকে ছোট ছোট ক্যামিওতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিবম দুবে ও অর্শদীপ সিং। নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন জ্যাকব ডাফি ও কাইল জেমিসন—দু’জনেই নেন ২টি করে উইকেট। তবে রান আটকাতে পারেননি কেউই। পাওয়ারপ্লেতেই ভারত তোলে ৬৮ রান, যা ম্যাচের গতিপথ অনেকটাই ঠিক করে দেয়। শেষ পর্যন্ত ১১-এর বেশি রান রেট নিয়ে ২১৭ রানে পৌঁছায় ভারত, যা তাড়া করা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ।

দেখেনিন টুইট

Read Also: “বিশ্বকাপে খেলা হবে না..”, BCB’এর দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *