“কোনো মাথামুন্ডু নেই…” ইংল্যান্ড সিরিজের জন্য টি-টোয়েন্টি দল দেখে খুশি নন ভক্তরা, সমাজ মাধ্যমে উগরে দিলেন ক্ষোভ !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াড প্রকাশ করেছে ভারতীয় দল। মুখ্য নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে প্রকাশিত হওয়া ভারতীয় স্কোয়াডের কথা বলতে গেলে টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। প্রথমত, ভারতীয় দলের বিগত তিন মাস খুব ভালো কাটেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফির (BGT) পরাজয় সব মিলিয়ে ভক্তদের নতুন বছরের উপহার দিতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। লাল বলের ফরম্যাটে ভারতকে একেরপর এক পরাস্ত হতে হলেও, ভারতীয় দল এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ৩১ ব্যবধানে জয়লাভ করেছিল ভারতীয় দলের কথা বলতে গেলে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) দেখতে পাওয়া যাবে।

নিয়োগ করা হলো নতুন সহ অধিনায়ক

Axar Patel
Axar Patel | Image: Twitter

এছাড়া দলের সহ অধিনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে অক্ষর প্যাটেলকে দীর্ঘ সময় বাদে যথাযথ সম্মান পেয়েছেন অক্ষর প্যাটেল এমনটাই মত নেটিজেনদের। ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালে অক্ষরের দুর্দান্ত ইনিংস মনে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি দলে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জায়গা নেওয়ার মতো অন্যতম যোগ্য দাবিদার হলেন তিনি। যদিও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতন খেলোয়ারকে সহ অধি নায়কের ভূমিকা পালন করতে না দেওয়াতে রীতিমতন ক্ষুব্ধ ভক্তরা। দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং তিলক বার্মা (Tilak Varma)। ওই সিরিজের দুজনেই দুটি করে শতরান হাঁকিয়েছিলেন, যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই তারা সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন। দলে ফিরেছেন মোহম্মদ শামি (Mohammed Shami)। চোট কাটিয়ে দলে ফিরতে বেশ খুশি হয়েছেন তিনি।

দল নির্বাচনে খুশি নন ভক্তরা

Ind vs eng
Team India | Image: Getty Images

তবে জাতীয় দলের ব্যাটসম্যান হিসেবে আবার একবার সুযোগ পেলেন না মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়ার্ড (Ruturaj Gaikwad)। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখানো ঋতুরাজকে দেওয়া হলো না জাতীয় দলে সুযোগ, ভারতীয় দলের তারকা ক্রিকেটার কে দলে না দেখতে পেয়ে তার ভক্তরা বেশ হতাশ। পাশাপাশি দলে জায়গা হলো না রজত পতিদারের (Rajat Patidar)। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরমেটে বিগত এক বছরে সর্বাধিক রান তিনি হাকিয়েছেন, তবুও জাতীয় দলের টিকিট পাকা করতে পারলেন না তিনি। বিসিআইয়ের নির্বাচনে খুশি নন ভক্তরা। এমনকি ঈশান কিষান (Ishan Kishan) কিংবা শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) মতন খেলোয়ারদের দলে দেওয়া হয়নি সুযোগ। বিসিসিআইয়ের এই নির্বাচনের উপর প্রশ্ন তুলেছে ভক্তরা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি’র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *