“হোয়াইট ওয়াশ শুধু সময়ের অপেক্ষা…” তৃতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআই ম্যাচ জমে উঠেছে। আজ গুজরাতের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG) গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখালো ভারতীয় দল। আজ আবার একবার টস জিতেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোশ বাটলার। এই নিয়ে সিরিজে তিনটি টস জিতলেন তিনি। তবে প্রথম দুই ম্যাচের মতন আজকে আর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেননি তিনি। আজ ভারতকে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়। প্রথমে ব্যাটিং করতে এসে উইকেট হারিয়ে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক, তবে আজ শুরুতেই উইকেট হারাতে হয়েছে তাকে। ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।

তবে আজ ফর্মে ফেরার বেশ প্রয়োজন ছিল বিরাট কোহলির। আজকের ম্যাচে তিনিও তার ফর্ম দেখিয়েছেন। প্রথম থেকেই তাকে বেশ ছন্দে দেখাচ্ছিল এবং আজ ৫২ রানের একটি ইনিংস খেলেছেন কোহলি। ৫৫ বলে সাতটি চার এবং একটি ছক্কার বিনিময়ে দুর্দান্ত ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতনই ছন্দ বজায় রাখলেন শুভমান গিল (Shubman Gill) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১০২ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন শুভমান। ওডিআই ফরম্যাটে সপ্তম শতরান হাঁকালেন তিনি।

শতরান হাঁকালেন শুভমান গিল

Shubman gill,ind vs eng
Shubman Gill | Image: Twitter

পাশাপশি, ৬৪ বলে ৮টি চার এবং দুটি শতরানের বিনিময়ে ৭৮ রান বানান। আজ উপরে ব্যাটিং করার সুযোগ পান কেএল রাহুল এবং ২৯ বলে তিনটি চার ও ১টি ছক্কায় ৪০ রানের ইনিংস বানান। পাশাপশি, হার্দিক পান্ডিয়া ১৭, অক্ষর প্যাটেল ১৩, ওয়াসিংটন সুন্দর ১৪, হার্ষিত রানা ১৩ রানের দৌলতে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩৫৬ রান বানিয়েছে। ভারতের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ENG 3rd ODI: ধুন্ধুমার শতরান শুভমানের, কোহলি-শ্রেয়সদের দাপটে স্কোরবোর্ডে ৩৫৬ তুললো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *