"চ্যাম্পিয়ন দের মতন প্রদর্শন..." প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৩২ রানে আটকে দিলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 1

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আজ  সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের T20 ফরম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আজ ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে দুর্দান্ত বোলিং প্রদর্শনের নমুনা দেখালো ভারতীয় বোলাররা। ভারতীয় পেসারদের মধ্যে অর্ষদীপ সিং (Arshdeep Singh)। প্রথম স্পেলেই অর্ষদীপ দুই ইংলিশ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান। প্রথমে ব্যাট হাতে, উইকেট হারিয়ে ফেলেন ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt)। ৩ বলে খাতা না খুলেই প্যাভিলিয়ন ফিরতে হয় তাকে। এরপর, দলের হয়ে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler)।

আজ ওপেনিং করতে আসা বেন ডাকেট (Ben Dukkett) মাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন। দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে ভালো কামব্যাক দেখান ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler) এবং হ্যারি ব্রুক (Harry Brook)। ব্যাট হাতে, ক্যাপ্টেন বাটলার ৪৪ বলে ৬৮ রানের ধ্বংসাত্মক ব্যাটিং করেন। তবে, বাঁকি ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে বড় রান বানাতে ব্যার্থ হন।

Read More: “চক্রব্যূহ ভাঙা সহজ নয়…” ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিলেন বরুণ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

ভারতীয় বোলিংয়ের সামনে ভেস্তে গেল ইংল্যান্ডের ব্যাটিং

"চ্যাম্পিয়ন দের মতন প্রদর্শন..." প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৩২ রানে আটকে দিলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 2
IND vs ENG | Image: Getty Images

হ্যারি ব্রুক ১৭, লিয়াম লিভিংস্টোন খাতা না খুলেই বরুণ চক্রবর্তীর বলে উইকেট হারিয়ে ফেলেন। ফর্মে থাকা জেকব ব্যাথাল ৭, জিমি ওভারটন ২, গাস আটকিনসন ১৩ বলে ২ রান বানান। ইংল্যান্ড দল ১৩২ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট নেন অর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ভারতীয় দলের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে ভারত।

দেখেনিন টুইট

Read Also: IND vs ENG 1st T20i: বরুণ-আর্শদীপদের বোলিং বিক্রমে নতজানু ইংল্যান্ড, মাত্র ১৩২ রানেই গুটিয়ে গেলো ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *