“ছেড়ে দে মা কেঁদে বাঁচি…” বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান বানালো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !! 1

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখালো ভারতীয় দল। ইনিংসের শুরু থেকেই আক্রমাতক আন্দাজেই ব্যাটিং করছিল ভারতীয় দল। আজ ভারতীয় দলের কথা বলতে গেলে প্রথম ওভার থেকেই মারমূখী ভূমিকা নিয়েই ব্যাটিং করতে এসেছিলেন ভারতীয় দলের দুই ওপেনাররা। আবার একবার সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) জুটিকে ওপেনিং করতে দেখতে পাওয়া গিয়েছে। আজকের ম্যাচে প্রথমেই উইকেট হারিয়ে ফেলেন অভিষেক শর্মা মাত্র ৪ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে ভারতীয় দলের হয়ে আজকের ম্যাচে দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন সন্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব। তৃতীয় ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারায় ভারতীয় দল তবে এরপর ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব।

বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে টিম ইন্ডিয়া

Sanju Samson and Suryakumar Yadav, ind vs ban
Sanju Samson and Suryakumar Yadav | Image: Getty Images

সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে ৭০ বলে ১৭২ রান গড়েন সূর্য। আজকে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন সঞ্জু স্যামসন। ৪৭ বলে ১১ টি চার এবং আটটি ছক্কার বিনিময়ে ১১১ রানের দুর্দান্ত বিধ্বংস ইনিংস খেলেছেন সঞ্জু। অন্যদিকে ক্যাপ্টেন সূর্যকুমারের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৭৫ রান। তিনি তার ইনিংসে ৮ টি চার এবং পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন।

Read More: জন্মদিনে নিজের বান্ধবীর সাথে সাক্ষাৎ করালেন রিংকু সিং, হৃদয় ভাঙলো গিল ও শাহরুখের !!

নিতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) নয় বরং আজকে মিডিল অডারে চার নম্বরে প্রথমে ব্যাটিং করতে আসেন বিয়ান পরাগ। মাত্র ১৩ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩৪ রান বানিয়ে ফেলেন তিনি। অন্যদিকে ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৪৭ রান বানান হার্দিক। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs BAN) শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে নির্ধারিত ২০ ওভারে ২৯৭ রানে পৌঁছে দেয় রিঙ্কু সিং। ভারতের এই বিধ্বংসী ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs BAN 3rd T20i: সঞ্জু-সূর্য জুটির দাপটে ধরাশায়ী বাংলাদেশ, হায়দ্রাবাদের বাইশ গজে নয়া রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *