“ছাতু বানিয়ে দিলো…” বাংলাদেশের বিরুদ্ধে ২২২ রানের পাহাড় সমান লক্ষমাত্রা রাখলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IND vs BAN: দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে তান্ডব অব্যাহত টিম ইন্ডিয়ার। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ব্যাটসম্যানরা প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখেছিলেন। তবে পাওয়ারপ্লের  মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল।

ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৭ বলে ১০ রান বানিয়ে প্যাভেলিয়নের ফেরেন। পাশাপাশি অভিষেক শর্মাও জলদি প্যাভিলিয়নে ফেরেন। তার ব্যাট থেকে এসেছিল ১৫ রান। পাওয়ার প্লের ভিতরেই মাত্র ৮ রান বানিয়ে আউট হয়ে যান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কেবলমাত্র ৪১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল।

পাওয়ার প্লের ভিতরেই ভারতীয় দলের রান সংখ্যা ছিল কেবলমাত্র ৪৫। এরপর মিডিল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন নীতিশ রেড্ডি (Nitish Reddy) এবং রিঙ্কু সিং। দলের হয়ে ৩৪ বলে চারটি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়ে ৭৪ রান বানিয়েছেন নীতিশ এবং ২৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার বিনিময় ৫৩ রান বানিয়েছেন রিঙ্কু।

শেষের দিকে ১৯ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় ৩২ রান বানান হার্দিক পান্ডিয়া ও ৬ বলে ১৫ রান বানিয়েছেন পরাগ। শেষের দিকে অর্ষদীপ সিং দুই বলে ৬ রান ভারতীয় দলকে নির্ধারিত ২০ ওভারে ২২১ রানে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক তিন উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান শাকিব। ভারতীয় দলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs BAN 2nd T20i: দুর্ধর্ষ ব্যাটিং নীতিশ-রিঙ্কু’র, দিল্লীর মাঠে ২২১ রান তুললো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *