IND vs BAN: টেস্ট সিরিজে ২-০ ব্যাবধানে জয় সুনিশ্চিত করার পর টিম ইন্ডিয়া আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বেশ দারুন বোলিং প্রদর্শনীতে মাত্র ১২৭ রানের মধ্যেই বাংলাদেশকে কেবলমাত্র রানের মধ্যেই সীমিত রাখলো টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব।
শ্রীলংকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আজ ময়দানে নেমেছে। বিশ্বের এক নম্বর দল হিসেবে টিম ইন্ডিয়া তাদের স্বভাবসিদ্ধ প্রদর্শন দেখালো বাংলাদেশের বিরুদ্ধে। আজকের ম্যাচের কথা বলতে গেলে পাওয়ার প্লের ভিতরেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল এবং প্রথম ৬ ওভারে কেবলমাত্র ৩৯ রান বানাতে সক্ষম হয় বাংলাদেশি ব্যাটসম্যানরা।
১২৭ রানে শেষ হলো বাংলাদেশের ব্যাটিং
বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ, দলের হয়ে ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। পাশাপশি ক্যাপ্টেন শান্তর ব্যাট থেকে এসেছিল ২৭ রান। তাসকিন ও তৌহিদ হৃদয় ১২টি করে রান বানান, বাংলাদেশ দলের ব্যাটিং ভারতীয় বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতন ভেঙে পরে।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী ও অর্ষদীপ সিং। দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে কামব্যাক করে ৩ উইকেট তুলে নিলেন বরুণ, পাশাপশি ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক করা মায়াঙ্ক যাদব। বাংলাদেশ দলের এই সাধারণ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
#INDvsBAN pic.twitter.com/OfvIVGpuqk
— Desi Bhayo (@desi_bhayo88) October 6, 2024
Varun Chakravarty gets an Another Wicket Rishad Out 👏#INDvsBAN pic.twitter.com/OPqbshTyIb
— Rutu's CSK (@RutuCsk) October 6, 2024
Mayank Yadav is what we all wanted from Umran Mallik..
— Wellu (@Wellutwt) October 6, 2024
Can’t wait for the day when we unleash Bumrah and him together in BGT
— Cricketism (@MidnightMusinng) October 6, 2024
Pakistani team badly needs an am associated like you 💓
— Moin Shah ✪ (@moinshah235) October 6, 2024
Abhishek Sharma Aaj kuchh khas karega..
— Ankit Ahirwar (@ankit_ahirwar08) October 6, 2024
Arshdeep Singh is on fire with 86 wickets in just 55 T20I matches! 🤯🔥 Incredible talent since his debut in 2022! Keep shining!
— Social Learner (@sapsiva1310) October 6, 2024