"চুরি পড়ে বসে থাকো..." অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs AUS: ওডিআই সিরিজের চরম ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হলো টিম ইন্ডিয়া। মেনুকা ওভালে অনুষ্ঠিত হওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছিল। আবার একবার টস জিততে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়ম মেনেই শুরুতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্স। প্রথমে ব্যাটিং করতে এসে শুরু থেকেই চাপের মুখে ছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেশার জশ হ্যাজেলউড এবং তরুণ তারকা জেভিয়ার বারলেটের দুর্দান্ত বোলিংয়ে নাস্তানাবুদ হয় ভারতের টপ অর্ডার। পাওয়ার প্লের ভেতরেই চারটি উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।

শুভমান গিল (৫), সঞ্জু স্যামসন (২), সূর্যকুমার যাদব (১) ও তিলক ভার্মা (০) রানেই প্যাভিলিয়নে ফেরেন। তাছাড়া, অক্ষর প্যাটেল (৭), শিবম দুবে (৪) রানে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলের ব্যাটিংয়ে অক্সিজেন দেন অভিষেক শর্মা ও হার্ষিত রানা। অভিষেক ৩৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে ৬৮ রান বানিয়েছেন এবং হার্ষিত রানা ৩৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন। ভারতীয় দল ১৮.৪ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায়। ভারত ১২৫ রান বানাতে সক্ষম হয়েছে। হ্যাজেলউড ৩টি, বারলেট ও এলিস ২টি, স্টয়নিস ১ উইকেট পেয়েছেন।

অনবদ্য জয় অস্ট্রেলিয়ার

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে শুরু থেকেই আগ্রাসী সূচনা দিতে থাকেন দুই অজি ওপেনার। ট্রেভিস হেড (Travis Head) ১৫ বলে ২৮ রান বানান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রান বানান মিচেল মার্স (Mitchell Marsh)। ইংলিসের ব্যাট থেকে এসেছে ২০ রান। ১০ বলে ১৪ রান বানান মিচেল ওয়েন। ৪০ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া।  ভারতের পক্ষ থেকে দুটি করে উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুন চক্রবর্তী (Varun Chakravarthy)।

দেখেনিন টুইট

Read Also: IND vs AUS: ৪,৪,৪,৬… ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালালেন হার্ষিত রানা, ড্রেসিংরুমের ভিতর গর্জন গম্ভীরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *