“বদলা পূর্ণ হলো…” অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে চ্যাম্পিয়ান্স ট্রফি প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই দুই দলের মধ্যে একটি দুর্দান্ত প্রদর্শন দেখতে পাওয়া গেল। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ (Steven Smith)। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া দলকে শুরুতে দুই উইকেট খোয়াতে হয়েছে। শুরুতেই মোহাম্মদ শামির (Mohammed Shami) দুর্দান্ত বোলিংয়ে উইকেট হারিয়ে ফেলেন কনোলি।

২৬৪ রানে শেষ হয় অজিদের ব্যাটিং

IND vs AUS | Image | Getty Images
IND vs AUS | Image | Getty Images

যদিও পাওয়ারপ্লের মধ্যেই ভারতের মাথা ব্যাথা হয়ে ওঠার ভরপুর ফায়দা তুলেছিলেন ট্রেভিস হেড (Travis Head)। কিন্তু বরুন চক্রবর্তীর চক্রবুহ‍্যতে আটকে পড়েন তিনি। ৩৩ বলে ৩৯ রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন  হেডকে। অস্ট্রেলিয়া দলের হয়ে মধ্য ওভারে ভালো প্রদর্শন দেখিয়েছেন স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। অস্ট্রেলিয়া দলের হয়ে ৯৬ বলে ৭৩ রানের খেলেন ক্যাপ্টেন স্মিথ। এছাড়াও ৫৭ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি দেখা গিয়েছিল আলেক্স ক্যারির (Alex Carrey) ব্যাট থেকে। অস্ট্রেলিয়া দলের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনে ২৬৪ রান বানাতে সক্ষম হয়।

Read More: IND vs AUS, CT 2025 HIGHLIGHTS: দুবাইয়ে ‘ক্যাঙ্গারু’ হলো বধ, টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া !!

ভারতীয় দলের হয়ে সর্বাধিক তিনটি উইকেট মোহম্মদ শামি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা। সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া দল কতটা ভয়ংকর তা বিশ্ব ক্রিকেট জানে। ২৬৪ রান বানালেও এই রান ডিফেন্ড করার ক্ষমতা তাদের কাছে ছিল। রান তাড়া করতে এসে ৮ রান বানিয়ে সাজঘরে ফিরতে হয় শুভমান গিলকে (Shhbman Gill)। অন্যদিকে ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) দুটি সুযোগ পাওয়ার পরেও নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ২৯ বলে তিনটি চার এবং একটি চারের সহযোগে ২৮ রানের ইনিংস দেখা গিয়েছিল রোহিতার ব্যাট থেকে।

৫ উইকেটে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া

Ind vs aus
Virat Kohli and Shreyas Iyer | Image: Getty Images

৪৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে মধ্য ওভারে বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে ভারত। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে ৬২ বলে তিনটি চারের বিনিময় ৪৫ রানের একটি ইনিংস দেখা যায়।

৯৮ বলে ৫টি চারের বিনিময়ে ৮৪ রান বানান কিং কোহলি। পাশাপশি, অক্ষর প্যাটেল ৩০ বলে ২৭, হার্দিক পান্ডিয়া ৩৪ বলে ২৮ এবং কেএল রাহুলের ৩৪ বলে ৪২ রানের ইনিংসে ভারত ১১ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে। ভারত অজিদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল। ভারতীয় দলের অসাধারণ ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: CT 2025 IND vs AUS Stats Review: অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ১৩টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *