"বদলা নিতেই হবে..." ২৬৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

জমে উঠেছে ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর (Champions Trophy 2025) সেমিফাইনাল ম্যাচটি। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি দলের অধিনায়ক স্টিভেন স্মিথ (Steven Smith)। টানা ১৪ বার টস হাড়লেম ক্যাপ্টেন রোহিত শর্মা, আজ টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই দুই উইকেট তুলে ফেলে ভারতীয় দল। ৯ বল খেলে কোনো রান না বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন কুপার কলোনি (Cooper Connolly)। যদিও শুরুতেই ভারতের মাথা ব্যাথা শুরু করে দিয়েছিলেন ট্রেভিস হেড (Travis Head)। তিনি পাওয়ার প্লের ভিতরেই তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং চালু করে দিয়েছিলেন। তিনি ৩৩ বলে ৫টি চার এবং ২টি ছক্কায় ৩৯ রান বানান ট্রেভিস হেড। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলা বরুণ চক্রবর্তী হেডকে প্যাভিলিয়ন ফেরান।

তবে, বড় ম্যাচে রান এসেছে স্টিভেন স্মিথের (Steven Smith) ব্যাট থেকেই। ৯৬ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ৭৩ রান বানান তিনি। মিডিল অর্ডারে রান পেয়েছেন মার্নাস লাবুশেনও (Marnus Labuschagne)। ৩৬ বলে ২টি চার এবং ১টি ছক্কায় ২৯ রান বানান তিনি। যদিও জোশ ইংলিশ (Josh Inglish) আজকে বড় রান বানাতে ব্যার্থ হয়েছিলেন। ১২ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন তিনি।

২৬৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং

ct-2025-aus-innings-report-vs-india ind vs aus
IND vs AUS | Image: Gettg Images

বিগত কয়েক বছর ধরেই, রুদ্ধশ্বাস ব্যাটিং করছিলেন আলেক্স ক্যারি (Alex Carry)। ৫৭ বলে ৮টি চার এবং ১টি ছক্কায় ৬১ রান বানান তিনি। শ্রেয়স আইয়ারের দুর্দান্ত থ্রোতে উইকেট হারান ক্যারি। ২৬৪ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট তুলে নিয়েছেন মোহম্মদ শামি (Mohammed Shami), ২টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং বরুব চক্রবর্তী। এছাড়া, ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ভারতের এই দুর্দান্ত বোলিং প্রদর্শনের পর এবার পালা ব্যাটিংয়ের দক্ষতা দেখানোর। ভারতের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: CT 2025 IND vs AUS: স্মিথ-ক্যারি’র জোড়া অর্ধশতক, প্রথমে ব্যাটিং করে ২৬৪ তুললো অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *