ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে খেলা তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। পাঁচ দিনের টেস্টে কেবলমাত্র ২১৬.১ ওভার খেলা সম্ভব হয়েছে। দুই দলের মধ্যে শেষ দিন একটি রোমাঞ্চকর ম্যাচ দেখা যেত। তবে বৃষ্টির কারণে খেলাটি বাতিল করতে হয়েছে। ম্যাচ জেতার জন্য, টিম ইন্ডিয়ার জন্য ২৭৫ রানের লক্ষ্য রেখেছিল। জবাবে ভারত ২.১ ওভারে ৮ রান বানাতে সক্ষম হয়েছিল। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ স্কোরে সমতা ফিরিয়ে আনলো। শেষ দুই টেস্ট ম্যাচ মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে।
আজকের দিনের শুরুতেই ২৬০ রানে শেষ হয় ভারতীয় দলের ব্যাটিং। আকাশ দীপের ৩১ ও বুমরাহের ১০ রানের সাহসী ব্যাটিং মনে রাখবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৪৫ রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং। ট্রেভিস হেড ১৫২, স্টিভেন স্মিথ ১০১ ও আলেক্স ক্যারির ৭০ রানের ইনিংসে অস্ট্রেলিয়া চালকের আসনে চলে আসে। শুধু দলের ব্যাটসম্যানরা নয়, অজি দলের বোলাররাও দারুন কামব্যাক স্টোরি লিখেছে। ভারতীয় টপ অর্ডারদের সস্তায় প্যাভিলিয়ন ফেরায়। তবে রাহুল ও জাদেজার ৮৪ ও ৭৭ রানের ইনিংস ভারতকে লজ্জাজনক পরিণতির থেকে রেহাই পাওয়ায়। ১৮৫ রানের বিশাল লিড নিয়ে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ৮৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
ড্র রূপে সমাপ্ত হলো তৃতীয় টেস্ট
এই ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah), মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akash Deep) দুটি করে উইকেট নেন। ভারতীয় দল ব্যাটিং করতে আসলে ২.১ ওভারে ৮ রান বানায় এবং তারপরেই খারাপ আলো এবং বৃষ্টির কারণে দুই দলের ক্যাপ্টেন ম্যাচ অমীমাংসিত অবস্থাতেই সমাপ্ত করতে চেয়েছিল। তবে, ম্যাচ ড্র হলেও সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে।
দেখেনিন টুইট
If Besharami had a face#INDvsAUS pic.twitter.com/gmeRpVelOi
— Shikhar Sagar (@crazy__shikhu) December 17, 2024
*Batting, bowling, fielding exists*
Jasprit Bumrah in BGT 2024 :#INDvsAUS pic.twitter.com/jiESfwIUOc
— UmdarTamker (@UmdarTamker) December 17, 2024
#INDvsAUS Kl Rahul and Jadega Rn pic.twitter.com/O1gFyIWaLS
— 𝗠𝗲𝗺𝗲 𝗔𝗱𝗱𝗶𝗰𝘁 (@DilSeMemes) December 17, 2024
Rohit Sharma Master Stroke 🔥🗿 pic.twitter.com/x45S8qGE4A
— SarcasmHit (@SarcasmHit) December 15, 2024
Exactly But India batting line must to perform if they will to Win
— Imran Gul (@ImranGul898) December 18, 2024
Based on the first three Tests, which player has impressed you the most, and who do you think will step up in the next two?
— Cric Maddy (@AruntsHosting) December 18, 2024
It's a real test of Rohit Sharma Captainy. He should retain the trophy after a narrow escapr at Gabba
— Cric Boi (@Cric_B8) December 18, 2024