IND vs AUS: "পরাজয় নিশ্চিত..." দ্বিতীয় টেস্টে ব্যাট ও বল হাতে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টিম ইন্ডিয়া !! 1

বদল হলো না ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) দ্বিতীয় ম্যাচের রূপরেখা। সমাপ্ত হয়েছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম বলেই ইনফর্ম যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) হারিয়ে ফেলে। প্রথম বলেই স্টার্কের শিকার হন যশস্বী। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৭ রান বানিয়েছেন রাহুল ও ৩১ রানের ইনিংস খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। দুজনের মধ্যে ৬৯ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল যেটি ছিল এই ইনিংসের সবথেকে বড়। প্রথম ইনিংসে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই। রোহিত কেবলমাত্র ৩ এবং কোহলি ৭ রান বানিয়ে জলদি প্যাভিলিয়নে ফেরেন।

দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

ঋষভ পন্থ (Rishabh Pant) ২১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। তাছাড়া দলের হয়ে ২২ রান বানান অশ্বিন এবং দলের হয়ে সর্বাধিক ৪২ রান বানিয়েছেন নীতিশ রেড্ডি। ৪৪.১ ওভারে ভারতীয় দল ১৮০ রানে শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং দুটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল কেবলমাত্র ১৫০ রান বানিয়েছিল, তবে প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত কামব্যাক করিয়েছিলেন ভারতীয় দলের পেশাররা। তবে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ ব্যাতিত বাঁকি ভারতীয় বোলাররা সেভাবে প্রভাব ফেলতে পারেননি আজকের ম্যাচে।

ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দলের ওপেনার ব্যাটসম্যান উসমান খাজাকে (Usman Khawaja) ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। তবে, বিপরীতে ম্যাকসুইনি ও লাবুশেন জুটি অস্ট্রেলিয়াকে আবার ম্যাচে ফিরিয়ে এনেছে। দলের হয়ে আপাতত সর্বাধিক ৩৮ রানে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন ম্যাকসুইনি এবং ২০ রানে অপরাজিত রয়েছেন লাবুশেন। প্রথম দিন শেষে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান বানিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের বিচ্ছিন্ন পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs AUS 2nd Test: ১৮০তেই অল-আউট ভারত, গোলাপি বলের চ্যালেঞ্জ সামলে এগিয়ে অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *