"এর থেকে লজ্জা আর হয়না..." বাংলাদেশের কাছে সেমিফাইনাল হারলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

রাইজ়িং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এ ও বাংলাদেশ এ দল। টুর্নামেন্টে ভালো প্রদর্শন দেখিয়েও শেষমেশ বাংলাদেশের কাছে ম্যাচ হারলো ভারত। বলা যেতে পারে নিজেদের ভুলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। মেগা সেমিফাইনাল ম্যাচটিতে দুই দলই ১৯৪ রান বানাতে সক্ষম হয়েছিল। যে কারণে ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়িয়ে ছিল। সুপার ওভারেই ঘটে বড় অঘটন। সুপার ওভারের মঞ্চে ভারত খাতা খুলতেই ব্যার্থ হয়। অন্যদিকে বাংলাদেশ দ্বিতীয় বলেই প্রয়োজনীয় জয় ছিনিয়ে নিয়েছিল এবং মেগা ফাইনালে তাঁরা উত্তীর্ণ হয়েছিল। বাংলাদেশ তাদের ইনিংস শুরু হয়েছিল আক্রমণাত্মক ভঙ্গিতে। জিশান ও হাবিবুর ভারতের পেসারদের ওপর চাপ তৈরি করেন প্রথম থেকেই। ওপেনার হাবিবুর ৪৬ বলে ৬৫ রানের দারুণ ইনিংসে দলকে সামনের দিকে ঠেলে দেন। তবে আসল ধাক্কা আসে শেষ দুই ওভারে। ডেথ ওভারে দুরন্ত ফিনিশ দেয় বাংলাদেশ। এসএম মেহেরোব ১৮ বলে ৪৮ রানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

বাংলাদেশের কাছে ম্যাচ হারলো ভারত

ভারত
Team India A | Image: Twitter

লক্ষমাত্রা তাড়া করতে নেমেও ভারত দুর্দান্ত শুরু পায়। বৈভব সূর্যবংশী শুরু থেকেই ছয়-চার বর্ষণ করে চাপে ফেলেন বাংলাদেশের বোলারদের। তার ৩৮ রানের আগ্রাসী ইনিংস ভারতকে দ্রুত এগিয়ে দিলেও তিনি আউট হতেই ভারতের রানের গতি কমে যায়। নমন ধীর ও নেহাল ওয়াদেরার ধীর গতির ব্যাটিং ভারত এ দলকে চাপে ফেলে দেয়। জিতেশ ২৩ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস খেললেও তারা ব্যার্থ হয়েছে। শেষ পর্যন্ত প্রয়োজনীয় রান তুলতে না পারায় ম্যাচ টাই হয়।সুপার ওভারে ভারতের ব্যাটসম্যান নির্বাচন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল।

ওপেনার মারকুটে ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে নামানো হয়নি – যা সমর্থক ও বিশ্লেষকদের মতে পরাজয়ের মূল কারণ। সুপার ওভারে ব্যাটিংয়ে আসেন জিতেশ শর্মা (Jitesh Sharma) ও রমনদীপ সিং (Ramandeep Singh)। প্রথম বলে আউট হন জিতেশ এবং দ্বিতীয় বলে এক্সটা কভারের উপর দিয়ে খেলতে গিয়ে উইকেট হারান আশুতোষ। ভারত খাতা খুলতে ব্যার্থ হয় এবং বাংলাদেশ দ্বিতীয় বলেই ম্যাচ জিতে যায়। বাংলাদেশের কাছে ম্যাচ হারার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: গিলের বদলে দ্বিতীয় টেস্টে এন্ট্রি নিচ্ছেন ধোনির প্রিয় ছাত্র, ভাগ্য খুলছে এই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *