“ভবিষ্যতের সুপারস্টার…” ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হাসান মাহমুদ !! 1

চেন্নাইতে আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসান শান্ত। ভারতীয় দলকে বেশ সংঘর্ষ করতে দেখা যাচ্ছে আজকের ম্যাচে। ভারতীয় দলের হয়ে প্ৰথমে ওপেনিং করতে এসে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেশ সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছিল। বাংলাদেশি স্পিন আক্রমণ সামলানোর জন্য চেন্নাইতে লাল মাটির পিচে খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তবে স্পিন আক্রমণ সামলাতে গিয়ে পেসারদের সামনেই মুখ থুবড়ে পড়লো ভারতীয় দল। ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা একেরপর এক প্যাভিলিয়নে ফিরে যেতে শুরু করেন। প্রথমে ব্যাটিং করতে এসে কেবলমাত্র ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হাসান মাহমুদ (Hasan Mahmud) একটি দুর্দান্ত আউট সুইঙ্গে পরাস্ত করেন ভারতীয় দলের অধিনায়ককে। সোজা ব্যাটে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন রোহিত।

মাহমুদ ঝড়ে বিধস্ত টিম ইন্ডিয়া

Hasan Mahmud, ind vs ban
Hasan Mahmud | Image: Getty Images

রোহিত আউট হতে ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান শুভমান গিল ব্যাটিং করতে আসলে ওভারকাস্ট কন্ডিশনার জন্য বেশ সমস্যার মধ্যে দেখা যায় এবং লেগ স্ট্যাম্পের বাইরে ফ্লিক করতে গিয়ে নিজের উইকেট হারান। খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন গিল। এরপর ব্যাটিং করতে আসেন ভারতীয় দলের নির্ভরশীল প্লেয়ার বিরাট কোহলি। দীর্ঘদিন বাদে দলে ফিরে আসা বিরাট কোহলিকে মাত্র ৬ বলের মধ্যেই প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি তারকা পেসার হাসান মাহমুদ। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।

কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ। প্রায় ২১মাস পর টেস্ট ক্রিকেটে পা রাখলেন পন্থ এবং আজকের ম্যাচে দারুন ব্যাটিং করতে দেখা গিয়েছে তাকে। তবে আবার একবার অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ৫২ বলে ৩৯ রান বানিয়ে হাসান মাহমুদের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হাসান মাহমুদ।

দেখেনিন টুইট

Read Also: IND vs BAN 1st Test: মাহমুদের আগুনে স্পেলে ছিন্নভিন্ন টপ-অর্ডার, ধাক্কা সামলে লড়ছেন যশস্বী-ঋষভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *