Hardik Pandya: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আজ আবার ভারতীয় দলের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক কিংসমেড ডারবানে ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ তাদের প্রথম ম্যাচটি খেলেছে। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিংয়ের আপাতত চালকের আসনে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসা ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্লপ হলেন হার্দিক
তৃতীয় ওভারেই নিজের উইকেট হারিয়ে ফেলেন অভিষেক শর্মা। ব্যাট হাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তার শেষ কয়েকটি ম্যাচে। তবে এবার একবার শতরানের ইনিংস খেললেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৫০ বলে ৭টি চার ও ১০ টি ছক্কার বিনিময়ে তিনি ১০৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান সঞ্জু তার শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে পরস্পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু। তবে সঞ্জু ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি রান করতে পারেননি। সঞ্জু ছাড়া ১৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৩ রানের ইনিংস খেলেন এবং ক্যাপ্টেন স্কাই ২১ রান বানান।
যদিও দলের ফিনিশার হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংরা ব্যার্থ হয়েছেন। প্রাক্তন অধিনায়ক হার্দিক (Hardik Pandya) ৬ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং তিনি সিরিজের সেরা হয়ে ওঠেন। তবে আজকের ম্যাচে কোর্টজের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে হারিয়ে ফেলেন নিজের উইকেট। হার্দিকের আউট হওয়ার সাথে সাথে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Amidst the huge betrayal from the Sanju Samson some of them still chose to enlighten the academy with their TukTuk masterclass🔥🔥
-Hardik Pandya- 2(6)
-Abhishek Sharma- 7(8)
-Surya Kumar Yadav- 21(17) pic.twitter.com/BsyTjRmZhQ— TukTuk Academy (@TukTuk_Academy) November 8, 2024
Congratulations. The academy is still shining bright amidst one betrayal.
Hail Tuk Tuk
— Vikram (@vikram_lingam) November 8, 2024
Chapri landya is the greatest fraud ever
Performs against ban
Fails against sena— Saanvi (@sonyakapoor11) November 8, 2024