“পয়সা উসুল ম্যাচ…” গুজরাতকে ১১ রানে পরাস্ত করলো পাঞ্জাব কিংস, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: সমাপ্ত হয়েছে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস এর আইপিএলের পঞ্চম ম্যাচ। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রথমে ব্যাটিং করে ২৪৩ রান বানিয়ে ফেলেছিল পাঞ্জাব, যা তাড়া করতে এসে ২৩২ রান বানাতে সক্ষম হয়েছিল গুজরাত। ১১ রানে প্রথম ম্যাচ জয়লাভ করলো পাঞ্জাব। ঘরের মাঠে প্রথম পরাজয়ে খুশি হবে না গুজরাত ভক্তরা।

Read More: IPL 2025 GT vs PBKS: আহমেদাবাদের মাঠে অনবদ্য শ্রেয়স, ১১ রানের ব্যবধানে গুজরাতকে হারালো পাঞ্জাব !!

আজকের ম্যাচের কথা বলতে গেলে, পাঞ্জাব দলের তরুণ ওপেনার প্রিয়ান্স আর্য মাত্র ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন। ব্যাট হাতে আইপিএল অভিষেক করা আজমাতুল্লাহ ওমারযাই ১৫ বলে ১৬ রানের ইনিংস খেলেন। তবে, পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে এসে সময় ভালো কাটলো না গ্লেন ম্যাক্সওয়েলের। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ১৫ বলে ২০ রান বানান। শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করেন শশাঙ্ক সিং (Shashank Singh)। ব্যাট হাতে তিনি ১৬ বলে ৪০ রান বনান এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৪২ বলে ৫টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ৯৭ রান বানান এবং দলকে ২৪৩ রানে পৌঁছে দেন। গুজরাত দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন সাই কিশোর এবং ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও রশিদ খান।

১১ রানে ম্যাচ জিতলো পাঞ্জাব

Ipl 2025
GT vs PBKS | Image: Getty Images

বড় রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে শুরুটা বেশ ভালো করেছিল পাঞ্জাব। পাওয়ার প্লেতে ৬১ রান বানায় গুজরাত। ক্যাপ্টেন শুভমান পাওয়ার প্লের ভিতরেই ১৪ বলে ৩৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা দেখতে পাওয়া গিয়েছিল। গিল আউট হলে, জস বাটলার ও সাই সুদর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ৮৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। সুদর্শনের ব্যাট থেকে এসেছিল ৪১ বলে ৭৪ রান। তিনি তার ইনিংসটি ৫টি চার ও ৬টি ছক্কায় সাজিয়েছিলেন। অন্যদিকে, জস বাটলার ৩৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। শেষের দিকে শেরফেন রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেললেও দলের হয়ে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ২৩২ রানে শেষ হয় গুজরাত দলের ইনিংস, ১১ রানে প্রথম ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব। একটি রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তির পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025 GT vs PBKS Stats Review: গুজরাতের বিরুদ্ধে বাজিমাত পাঞ্জাবের, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ৮ নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *