"এদের না খেলাই উচিত..." দিল্লির কাছে ১৯ রানে পরাজিত হয়ে সমাজ মাধ্যমে ট্রোলের শিকার LSG !! 1

প্রথম দল হিসেবে চলতি আইপিএলে (IPL 2024) ১৪টি ম্যাচ খেলে ফেললো দিল্লি। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে দিল্লি, তবে তাদের পক্ষে প্লে-অফে কোয়ালিফাই করার নেই কোনো সুযোগ। অন্যদিকে আজকে দিল্লির কাছে ১৯ রানে পরাজিত হয়ে লখনৌও তাদের সুযোগ হারিয়ে ফেললো প্লে-অফে পৌঁছানোর। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেই প্রথম ওভারে মারকুটে ফেসার-ম্যাগরুককে হারায় দিল্লি। দলের হয়ে সর্বাধিক রানটি বানান অভিষেক পোরেল (Abhishek Porel)।

অভিষেক ৩৩ বলে ৫৮ রানের একটি দারুন সূচনা দেন। উইন্ডিজ তারকা সাই হোপ (Shai Hope) ২৭ বলে ৩৮ রান বানান। ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant) ২৫ বলে বানিয়েছেন ৩৩ রান। তবে দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), মাত্র ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অক্ষর প্যাটেলের (Axar Patel) ১৪ রানের দৌলতে লখনৌ দলের সামনে দিল্লি ২০৯ রানের টার্গেট রাখে।

Read More: দিল্লির কাছে ১৯ রানে পরাজিত হয়ে চলতি আইপিএল থেকে আংশিক বিদায় LSG’র !!

১৯’রানে দিল্লির কাছে পরাজিত হলো লখনৌ

Dc vs lsg, ipl 2024
DC vs LSG | Image: Getty Images

রান তাড়া করতে এসে, ইশান্ত শর্মার (Ishant Sharma) দুরন্ত স্পেলে ক্যাপ্টেন কেএল রাহুলকে (KL Rahul), ওপেনার কুইন্টন ডি কক (Quinton De Kock) ও অলরাউন্ডার দীপক হুদা (Deepak Hooda) পাওয়ার প্লের ভিতরেই প্যাভিলিয়নে ফিরে যান। এমনকি অক্ষর প্যাটেলের বলে উড়িয়ে মারার চেষ্টায় ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় দলের ইনফর্ম ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis)। পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে সমস্যার সম্মুখীন হয় LSG। দলের হয়ে বিধ্বংসী ব্যাটিং চালান নিকোলাস পুরান (Nicholas Pooran) ২৭ বলে ৬১ রান বানান তিনি।

পুরান আউট হতেই লখনৌ’দলের আসার আলো নিভে যায়। যদিও শেষের দিকে আরশাদ খানের (Arshad Khan) ব্যাট থেকে ৩৩ বলে ৫৮ রানের একটি লড়াকু ইনিংস দেখতে পাওয়া যায় যার ফলে LSG তাদের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান বানাতে সক্ষম হয়। আজকের পরাজয়ের সঙ্গে সঙ্গে লখনৌ দলের চলতি আইপিএলে প্লে-অফ পৌঁছানোর স্বপ গেল ভেস্তে। লখনৌ’এর পরাজয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে শুরু হলো ট্রোলের ঝড়।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: মাঝদরিয়ায় ডুবছে RCB-র তরী, প্লে-অফের রাস্তা কন্টকময় কোহলি, দু প্লেসিদের জন্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *