IPL 2025: গুজরাত বনাম পাঞ্জাব কিংসের লড়াইয়ে যেন মিনিটে মিনিটে বদলে যাচ্ছে খেলার সমীকরণ। কখনও পাঞ্জাব ম্যাচে এগিয়ে থাকছে তো কখনও গুজরাত পাঞ্জাবকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। আজ আইপিএল ২০২৫-এর পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।
প্রথমে ব্যাটিং করতে এসে পাঞ্জাব দল তাদের ওপেনার ব্যাটসম্যান প্রভশিমরন সিংকে (Prabhsimran Singh) শুরুতেই প্যাভিলিয়নে ফেরান। ৮ বলে ৫রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে তরুণ ওপেনার প্রিয়ান্স অর্যর ব্যাট আজকে গর্জে ওঠে। ১০ রানের মাথায় তাঁর ক্যাচ ছাড়েন আরশাদ। তবে পাওয়ার প্লের মধ্যে দলকে ৭৩ রানে পৌঁছে দিয়েছিলেন প্রিয়ান্স ও শ্রেয়স দুজনেই। রশিদ খানের সামনে আগ্রাসী হতে গিয়ে ৪৭ রানের মাথায় নিজের উইকেট হারিয়ে ফেলেন প্রিয়ান্স। ৭৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব দল।
ফ্লপ হলেন গ্লেন ম্যাক্সওয়েল

মিডিল অর্ডারে ব্যাটিং করার সুযোগ পান আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরাজাই। ১৫ বলে ১৬ রান বানিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। সাই সুদর্শনকে উড়িয়ে মারার চেষ্টায় মিড অন অঞ্চলে আউট হন তিনি। এরপর, ব্যাটিং করতে আসেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। গত মৌসুমে খারাপ ছন্দের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স দল থেকে বাদ পড়েন তিনি এমনকি এবছর আইপিএল নিলামের আগে তাকে রিটেনও করেনি ফ্রাঞ্চাইজি।
নিলামের মঞ্চে ৪ কোটি ২০ লক্ষ টাকায় পুরানো ফ্রাঞ্চাইজি পাঞ্জাবে ফিরে আসেন তিনি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফর্মে ফেরার আশায় ছিলেন এই অজি তারকা। তবে, পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে এসে প্রথম ম্যাচেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরতে হলো ম্যাক্সওয়েলকে। সাই সুদর্শনের প্রথম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান। রিভিউ না নিয়েই সাজঘরে ফেরেন তিনি। যদিও, রিভিউ নিলে নট আউট হতেন তিনি। তবে আইপিএলের মঞ্চে ফ্লপ প্রদর্শন বজায় রাখার জন্য সমাজ মাধ্যমে হলেন ব্যাপকভাবে ট্রোল।
দেখেনিন টুইট
Ye ipl me aane se pehle acha khelta hai taaki auction me ye ache khase paiso me bik jaye
Ek do match me hi chalta hai fr bas.
— Shubham kori (@KoriShubh) March 25, 2025
Rohit Sharma 🤝 Glen maxwell
— Master Wayne🦇 (@Wayne_tweeps) March 25, 2025
Maxwell again taking crores from punjab and not performing 😅
— Amit Shah (Parody) (@Motabhai012) March 25, 2025
Every year he enters the auction, gets a big amount in a new franchise, creates hype, then does nothing
— Cricketism (@MidnightMusinng) March 25, 2025
Maxwell breaks the record of Rohit Sharma of maximum ducks. Now Maxwell is top in the list with 19 ducks.
— Jay Indian (@Jayindian12) March 25, 2025