“সবথেকে বেকার প্লেয়ার…” চেন্নাইয়ের বিরুদ্ধে আবার ব্যার্থ গ্লেন ম্যাক্সওয়েল, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হিসাবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। এবারের আইপিএলে আবার তিনি তার পুরানো দল পাঞ্জাব দলে ফিরে এসেছেন। তবে, হোম কামিং সুখের হলো না ম্যাক্সওয়েলের জন্য। প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে গোল্ডেন ডাক হয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৩০ রানের ইনিংস খেলেছিলেন। তবে, আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে একেরপর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব দলের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ভিতর তিন উইকেট হারায় চেন্নাই। ৮১ রানে চার উইকেট হারিয়ে ফেলে নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ছয়ে ব্যাটিং করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তার উপর দলের অনেক ভরসা থাকলেও অশ্বিনের বলে ক্যাচ দিয়ে বসেন ম্যাক্সওয়েল।

চেন্নাইয়ের বিরুদ্ধে ১ রানে আউট হন ম্যাক্সওয়েল

Ipl 2025
Glenn Maxwell | Image: Getty Images

প্রসঙ্গত, ২০২১ সালে ম্যাক্সওয়েলকে নিলাম থেকে শামিল করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। চার বছর রয়্যাল চ্যালেঞ্জার্স দলে খেলার পর গতবছর জেদ্দায় অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে পুরানো দল পাঞ্জাব কিংস দলে ফিরে আসেন তিনি। তবে ব্যাট হাতে সম্পূর্ণ রূপে ব্যার্থ তিনি। ম্যাক্সওয়েল ব্যার্থ হওয়ার পর সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “পাঞ্জাবের অর্থনীতি সুস্থ থাকত যদি বছরের পর বছর ধরে ম্যাক্সওয়েলকে দেওয়া সমস্ত অর্থ রাজ্যের মধ্যেই রাখা হত।” আবার একজন লিখেছেন, “পরের বছর আইপিএলে আমি আশা করি ম্যাক্সওয়েল আইপিএলের অংশ না হোক।” এক অনুরাগী লিখেছেন, “ম্যাক্সওয়েল সবথেকে বড় প্রতারিত খেলোয়াড়।

দেখনিন টুইট

Read Also: IPL 2025: ৬,৬,৬,৬,৬,৬…. চেন্নাইয়ের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করলেন প্রিয়ান্স আর্য, ৩৯ বলেই জুড়ে দিলেন শতরান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *