“পদত্যাগ করুন…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ হারার পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়লেন গৌতম গম্ভীর !! 1

২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পরেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জমানা হয়েছিল শেষ। দ্রাবিড় জামানার অবসান ঘটার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নির্বাচিত করেন এবং গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার সূচনাটা ভালো হলেও একই বছরে বেশ কিছু লজ্জার নজির গড়ে ফেললো টিম ইন্ডিয়া। দায়িত্ব নেওয়ার পর পাঁচটা সিরিজের মধ্যে দুটোতেই হেরে বসলেন গৌতম গম্ভীর। তাও আবার শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ঘরের মাঠে। কিউইদের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর যথারীতি তাঁর রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাঁচটা সিরিজের মধ্যে দুটোতেই হেরে বসলেন গৌতম গম্ভীর

rishabh-to-succeed-rohit-as-captain, gambhir
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর গম্ভীর (Gautam Gambhir) নিজেই তার সহকারী কোচ, বোলিং কোচদের বাছাই করেছিলেন। তাছাড়া তার নির্দেশেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের নিয়ে ওডিআই সিরিজ জয়ের জন্য ভারতীয় দল নেমেছিল দ্বীপরাষ্ট্রে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৭-এর পর শ্রীলঙ্কার মাটিতে প্ৰথম ওয়ানডে সিরিজ হারতে হয়েছিল। শ্রীলঙ্কায় ঘূর্ণি পিচে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা লক্ষ করা গিয়েছিল। ঠিক তেমনই কিউইদের বিরুদ্ধে নিজেদের জালে নিজেরাই ফেঁসে গিয়েছে। তারপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে জয় লাভের পর কিউইদের বিরুদ্ধে গত দুই ম্যাচে মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ভারতীয় দল কেবলমাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছিল যেটি ঘরের মাঠে কোনো টেস্ট দলের বানানো সবথেকে কম রান। তাছাড়া, দীর্ঘ ৩৬ বছর পর ভারতের টেস্ট ম্যাচ জেতে নিউজিল্যান্ড ও দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে ভ্রমণকারী দল টেস্ট সিরিজ জয় করে নতুন নজির গড়েছে। ভারতীয় দলের ব্যাটিং পারফরমেন্সের পাশাপশি ভারতীয় দলের বোলিং পারফরমেন্সেও বেশ প্রভাব দেখা গিয়েছে। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Gautam Gambhir: গম্ভীর জমানায় নড়বড়ে টিম ইন্ডিয়া, বড়সড় লজ্জার সম্মুখীন রোহিত-বিরাট’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *