‘RIP গম্ভীর…’ রোহিতকে বাদ দেওয়ায় গম্ভীরকে তুলোধনা করলো ভক্তরা !! 1

Rohit Sharma: আগামীকাল থেকে আবার মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য লড়াই চালাচ্ছে। একদিকে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে পরাস্ত করার পর ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে তো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে লড়াই। তবে, সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে দেখা যাবে মস্ত বড় পরিবর্তন। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ও ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সিডনি টেস্টে দেখতে পাওয়া যাবে না।

সিডনি টেস্টে বাদ রোহিত শর্মা

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

যে কারণে, পার্থের পর বর্ডার-গাভাস্কার ট্রফির ফের আরেকটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পার্থ টেস্টে ভারতকে তারকা পেসার জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দিয়েছিলেন। দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে বিপুল রানে হারিয়ে ইতিহাস তৈরী করেছিল ভারত। তবে পরবর্তী তিন ম্যাচেই চালকের আসনে ছিল টিম অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে ভারত একটানা ছয় টেস্টে ৫বার পরাজিত হয়েছে। তবে, সিডনি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ এবং ক্যাপ্টেন রোহিতের বদলে ভারতীয় দলে এন্ট্রি নেবেন তরুণ তারকা পেসার শুভমান গিল (Shubman Gill)।

রোহিতের বদলে ইনিংস ওপেন করবেন কেএল রাহুল (KL Rahul)। আর চোট পাওয়া আকাশদীপের জায়গায় প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন প্রসিধ কৃষ্ণ। রোহিত তাঁর বিশ্রাম নেওয়ার কথা ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) জানিয়ে দিয়েছেন। তবে ভক্তদের মতে, রোহিতের না খেলার পিছনে সবথেকে বড় হাত গৌতম গম্ভীরের। তাদের মতে, রোহিত ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার সিকি করেননি গম্ভীর। গম্ভীর ভারতের জার্সিতে ২৪২ ম্যাচের ২৮৩ ইনিংসে ১০,৩২৪ রান বানিয়েছেন। যেখানে রোহিত ওডিআই ফরম্যাটেই ১০,৮৬৬ রান বানিয়েছেন। তাছাড়া, ৪৯১ ম্যাচের ৫২৪ ইনিংসে ৪২.২৬ গড়ে ১৯,৩৯৮ রান বানিয়েছেন। এমনকি, ২০২৪ সালেই রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। ভারতীয় দলের তারকা খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ায় গম্ভীরকে নিয়ে সমালোচনা শুরু করলো ভক্তরা।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: শেষ টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, বুমরাহ নয় বরং এই অভিজ্ঞ সামলাবেন নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *