Gautam Gambhir: ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শনীর কথা বলতে গেলে, ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীর প্রথম টেস্টে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। বৃষ্টিছন্ন পরিবেশের জন্য প্রথম দিনে খেলা সম্ভব হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া ৪৬ রানে অলআউট হয়ে যায়। একমাত্র যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋষভ পন্থ (Rishabh Pant) ব্যাতিত আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান বানাতে সক্ষম হননি। জবাবে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দল আজ ৪০২ রানে তাদের ইনিংস শেষ করেছে। আর তারপর থেকেই ভাইরাল হয়েছে গম্ভীরের একদিনে চারশো করার বয়ান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাকফুটে টিম ইন্ডিয়া
সদ্য বাংলাদেশকে টেস্ট সিরিজে পরাস্ত করার পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল এক দিনে আক্রমণাত্মক ব্যাটিং করে টেস্ট সিরিজ জয় করে। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের মতন টেস্টেও ব্যাটারদের চালিয়ে খেলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙেছেন। গম্ভীর স্পষ্ট মন্তব্য করে বলেন, “আমরা এরকম একটা দল হতে চাই যারা একদিনে ৪০০ রানও করবো, আবার টেস্ট বাঁচাতে টানা দুদিন ধরে ব্যাট করবো। আমাদের দুটোই করতে হবে, তবে আমাদের প্রথম লক্ষ্য হল ম্যাচ জেতা। ড্র করা আমাদের কাছে দ্বিতীয় বা তৃতীয় পছন্দ।”
Read More: Gautam Gambhir: শচীন হওয়া হলো না পৃথ্বী শ’র, গম্ভীরের এক সিদ্ধান্তেই আঁধার নামলো কেরিয়ারে !!
ট্রোলের মুখে পড়লেন গৌতম গম্ভীর
তাছাড়াও তিনি বয়ানে বলেছিলেন, “যদি আমাদের ব্যাটসম্যানরা একদিনে ৪-৫০০ রান বানাতে পারে তাহলে আপত্তি নেই, তাতে হয়তো একদিন ১০০ রানেও আউট হয়ে যেতে পারি।” কিছুদিন আগে বলা কথা অক্ষরে অক্ষরে গেল মিলে। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ৪৬ রানে অলআউট হয়ে যায়। তবে জবাবে কিউইরা একই দিনে ৪০০ রান তুলে ফেলেছে, কিউইদের এই ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে গম্ভীরকে বেশ ট্রোল করছে ভক্তরা। প্রথম ইনিংসে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের সামনে টিকতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতকে তাদের জাত চেনালেন, ওপেনার ডেভন কনওয়ে ৯১, রোচিন রবীন্দ্র ১৩৪ ও টিম সাউদি ৬৫ রান বানান। ভারতীয় দলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এই দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের পর টিম ইন্ডিয়ার সামনে ৩৫৬ রানের লিড রেখেছে।