সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের (ENG vs IND) অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। ওভালে পঞ্চম টেস্টে ইতিহাস রচনা করলো টিম ইন্ডিয়া। শেষ টেস্ট জয়লাভ করে ২-২ ব্যাবধানে সিরিজে ফিরে আসলো টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ভারত ২-২ ব্যাবধানে ড্র করতে সক্ষম হয়েছে। চলতি সিরিজে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড দল। এরপর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছিল ভারতীয় দল এবং সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল। তবে তৃতীয় টেস্টে আবার একবার ভারতকে নাস্তানাবুদ করে সিরিজেএগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর চতুর্থ টেস্টে ভারতীয় দল দুর্দান্ত কাম ব্যাক করে ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছিল। এরপর পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ কামব্যাক দেখালো টিম ইন্ডিয়া।
এই টেস্ট ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে ৬৯.৪ ওভারের মাথায় ২২৪ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছিলেন করুণ নায়ার (Karun Nair)। জবাবে ব্যাটিং করতে এসে ২৪৭ রান বানাতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রোওলি ও হ্যারি ব্রুক হাফ সেঞ্চুরি হাকিয়েছিলেন। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে, ১০ উইকেটে ৩৯৬ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতীয় দলের হয়ে অসাধারণ ১১৮ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাছাড়া আকাশ দীপের ব্যাট থেকে ৬৬ রান ও ৫৩ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)।
Read More: ENG vs IND 5th Test: ওভালের বাইশ গজে ‘বাজিগর’ সিরাজ, ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের !!
দুর্দান্ত জয় সুনিশ্চিত করলো ভারত

ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের টার্গেট রাখে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষ বেলায় ওপেনার জ্যাক ক্রোওলিকে আউট করেই দিন শেষ করেন। তবে, চতুর্থ দিনের শুরু থেকেই আবার আগ্রাসী ব্যাটিং চালিয়ে যায় ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬টি চারের বিনিময়ে ৫৪ রান বানান বেন ডাকেট। এছাড়া, ১১১ রানের সুদর্শন একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন হ্যারি ব্রুক। ১৫২ বলে ১০৫ রানের অসাধারণ ইনিংস খেলে জো রুটকে (Joe Root) প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। বৃষ্টির কারণে এবং খারাপ আলোর জন্য চতুর্থ দিনের টেস্ট ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি। পঞ্চম দিনে ইংল্যান্ডের জেতার জন্য ৩৫ রানের প্রয়োজন ছিল তবে সেই রান টুপিতে ব্যার্থ হয় ইংল্যান্ড দল এবং ৬ রানে এই ম্যাচ জিতেগেল। ভারতের এই দুর্দান্ত জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।