"এভাবেও ফিরে আসা যায়..." ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাঁচিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

ENG vs IND: সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে এন্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে অস্বাভাবিক কামব্যাক দেখিয়ে ম্যাচ ড্র করেছে। ইংল্যান্ড ও ভারতের এই দুর্দান্ত লড়াইয়ের টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দল। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে ৩৫৮ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের পক্ষ থেকে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন এবং ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যার জবাবে ইংল্যান্ড দল ৬৬৯ রানের পাহাড় খাড়া করেছিল। ইংল্যান্ডের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জো রুট (Joe Root) এবং বেন স্টোকস (Ben Stokes)। তাছাড়া, হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জ্যাক ক্রোওলি, বেন ডাকেট ও অলি পোপ।

চতুর্থ দিনের মধ্যাহ্নভোজনের আগেই ইংল্যান্ড অল আউট হয়ে গেলে ভারতীয় দল ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই কোনো রান না বানিয়ে দুই উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় দলের এই চরম দুর্দশা দেখে মনে হচ্ছিল ভারত হয়তো ম্যাচটি চতুর্থ দিনেই হেরে যাবে। তবে, কঠিন পরিস্থিতিতে দুরন্ত ব্যাটিংয়ের নমুনা দেখান কেএল রাহুল ও শুভমান গিল। চতুর্থ দিনে আর কোনো উইকেট হারায়নি ভারত। এরপর পঞ্চম দিনের খেলায় ভারতীয় ব্যাটিং দলকে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই চালানোর প্রয়জন ছিল। ভারতীয় দলের হয়ে ৯০ রানের ইনিংস খেলেন রাহুল, ১০৩ রান বানান শুভমান গিল। ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে ফেলার পর ইংল্যান্ড ম্যাচ জেতার জন্য আরও চড়াও হয় ওঠে।

Read More: “কিছুদিন আগেও আমাদের…” গিল-গম্ভীর’কে তীব্র আক্রমণ বিরাট কোহলির দাদা’র !!

ড্র রূপে সমাপ্ত হলো ভারত ও ইংল্যান্ড টেস্ট

Eng vs ind
ENG vs IND | Image: Getty Images

সেই পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াসিংটন সুন্দরের (Washington Sundar) মধ্যে ৩৩৪ বলে ২০৩ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্যাট হাতে জাদেজা ১০৭ এবং সুন্দর ১০১ রানের ইনিংস খেলেন এবং ম্যাচটি ড্র হয়ে যায়। ভারতীয় দল ১৪৩ ওভার খেলে ৪ উইকেটে, ৪২৫ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতীয় দলের এই দুরন্ত কামব্যাকের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “এটাই তো ভারতীয় দলের ঐতিহ্য।” অন্য এক ভক্ত লিখেছেন, “ইংরেজদের আবার বুঝিয়ে দিয়েছে ভারত কি জিনিস।” এক ভক্ত লিখেছেন, “জাদেজা ও সুন্দর তোমরা দুজনেই এই জয়ের সবথেকে বড় নায়ক।” এক ভক্ত লিখেছেন, “এই দল কোনো সমর্পণ মানে না।

দেখেনিন টুইট

Read Also: ENG vs IND: দলের সংকটের সময় হয়ে উঠেছেন আসল নায়ক, তবুও ‌এই তারকাকে নিয়ে ট্রোলিং করেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *