ENG vs IND: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রথম বারের জন্য এজবাস্টনের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ভারত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো ভারতের। অবশেষে, পাঁচটি টেস্ট ম্যাচ পরে জয়ের মুখ দেখল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটি জয়লাভ করার পর বাঁকি চারটি টেস্টে তিনটিতে হারতে হয়েছিল ভারতকে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল প্রথম টেস্টে। ভারতের করুণ পরিণতির পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের কাছে ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। দলের প্রধান পেসারকে ছাড়াই ভারতকে এই ম্যাচটি খেলতে হয়েছে। তবে তাকে ছাড়াই কীর্তিমান রচনা করলো ভারতীয় দল।
ম্যাচের কথা (ENG vs IND) বলতে গেলে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। টস হেরে ব্যাটিং করতে এসে, ভারত ইংল্যান্ডের সামনে ৫৮৭ রান বানিয়ে ফেলেছিল। ১০৭ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ১৩৭ বলে ৮৯ রান বানান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), তাছাড়া ৩৮৭ বলে ২৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)। ভারতের রানের পাহাড়ের জবাবে ৪০৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ২৩৪ বলে ১৫৮ রান বানান হ্যারি ব্রুক (Harry Brook) এবং ২০৭ বলে ১৮৪ রানের ইনিংস খেলেন জেমি স্মিথ (Jamie Smith)। প্রথম ইনিংসে ১৮০ রানের লিড পেয়েছিল। ভারতীয় দলের হয়ে ছয় উইকেট নেন আকাশ দীপ (Akash Deep) এবং চার উইকেট নেন মোহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
Read More: “মানহানির নোটিশ পাঠাবো..”, মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগে এনে হুমকি হাসিন জাহানের !!
৩৩৬ রানে ম্যাচ জিতলো ভারত

ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে, ৪২৭ রানে ইনিংসের ঘোষণা করে দিয়েছিল। ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) ১৬২ বলে ১৬১ রানের ইনিংস খেলেন, এছাড়া জাদেজা ৬৯ ও পন্থ ৬৫ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডকে ৬০৮ রানের লক্ষমাত্রা রেখেছিল। ইংল্যান্ড দল ভারতের সামনে ২৭১ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন আকাশ দীপ, এই ইনিংসে ৬ উইকেট নেন আকাশ, পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন সিরাজ, কৃষ্ণ, জাদেজা ও সুন্দর। ভারতীয় দল ৩৩৬ রানে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।