ভারতীয় লেগ স্পিনার যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহ নিয়ে শুরু থেকে জল্পনা ছিল। কয়েক মাস আগেই এই সেলিব্রেটি দম্পতির বিবাহ বিচ্ছেদও হয়েছে। সম্প্রতি ফারাহ খানের সঙ্গে এক বিশেষ আড্ডায় ধনশ্রী জানালেন, “আমি এখনও চাহালের টাচে আছি।” এই একটি লাইন যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর তার পর থেকেই সমাজ মাধ্যমে ধনশ্রী ভার্মাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
বিবাহবিচ্ছেদ হয়েছে চাহাল-ধনশ্রীর

বিবাহবিচ্ছেদের পরে চহল ও ধনশ্রী পরস্পরকে নানা সময়ে খোঁচা দিয়েছেন। বেশিরভাগ সময়ই চাহলের অনুগামীরা তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মাকে সমাজ মাধ্যমে ট্রোল করে থাকে। এবার এক সাক্ষাৎকারে ধনশ্রী স্বীকার করেছেন যে তিনি এখনও চাহালের সঙ্গে কথা বলা বজায় রেখেছেন। সাক্ষাৎকারে ধনশ্রী বলেছেন, “মেসেজে যুজির সঙ্গে প্রায়ই কথা হয়। ও আমাকে মা বলে ডাকত। ও খুবই মিষ্টি।” পাশাপাশি, ধনশ্রী এটাও জানিয়েছেন যে সংসার এবং কাজ – দুই দিক সামাল দেওয়া তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল না। মন্তব্য করে তিনি আরও বলেছেন যে, “সত্যি কথা বলতে গেলে, দু’দিক সামলাতে আমি পারছিলাম, বেশ অসুবিধা হচ্ছিল আমার। আমাকে নানান জায়গায় যেতে হতো। আমাকে কখনও গুরুগ্রাম যেতে হত, আবার সেখান থেকে মুম্বই আসতে হত। প্রায়ই এমন চলত। তাই অসুবিধা হত।” একদিকে যেখানে ভক্তরা ধরে নিয়েছিলেন ধনশ্রী-চাহালের মধ্যে হয়তো সব শেষ, সেখানে ধনশ্রীর এই বক্তব্য নতুন আলো ফেলেছে।
তীব্র ট্রোলের শিকার ধনশ্রী

যদিও, ধনশ্রীর এই মন্তব্যে মন ভেজেনি নেটিজেনদের। ধনশ্রী ভার্মা পেশায় একজন ড্যান্সার, কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। চাহালের সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনায় আসেন তিনি। তবে তাদের সম্পর্ক বিচ্ছেদের পর ধনশ্রীকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। এক ভক্ত ধনশ্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, “মায়া কাটাতে পারছো না নাকি ?” আর এক ভক্ত লিখেছেন, “এতই যখন টান তখন ছেড়ে দিয়েছিলে কেন ?” অন্য এক ভক্তের দাবি, “তোমার মনে হচ্ছে টাকা নেওয়া এখনও মেটেনি।” অন্য এক ভক্ত লিখেছেন, “তুমি যে কি জিনিস তা চাহলের মতন নরম মনের মানুষ ভালো ভাবেই বুঝেছে।” এক ভক্ত লিখেছেন, “চাহলের থেকে দূরে থাকো তুমি।”