মরণ বাঁচন লড়াইয়ে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনালে পৌঁছানোর জন্য ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি বিস্ময়কর কাজ করতে হবে। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টসে জিতে বুমরাহের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়ার কাছে। প্রথম বল থেকেই অজি বোলাররা বেশ নিয়ন্ত্রণের সঙ্গে বোলিং করেছেন যে কারণে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ সমস্যার সুম্মুখীন হতে দেখা গিয়েছে।
ওপেনিং করতে আসা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। মিচেল স্টার্কের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে স্লিপে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার পরেই ব্যাটিং করতে আসেন দেবদত্ত পাডিক্কল। শুভমান গিলের (Shubman Gill) পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। আসলে, প্রথম টেস্টের আগেই ভারতীয় দল ভারত এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন যেখানে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে নিজের বাম হাতের বুড়ো আঙুল ভেঙে ফেলেন।
পার্থে খাতা খুলতে ব্যার্থ দেবদত্ত
চোট গুরুতর থাকায় প্রথম টেস্ট থেকে বাদ পড়েন তারকা ব্যাটসম্যান। অন্যদিকে অস্ট্রেলিয়াতে এসে ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন দেবদত্ত। যে কারণে জাতীয় দলে আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি প্রথম থেকেই তাকে সমস্যায় ফেলেছিলেন অস্ট্রেলিয়া দলের পেসার স্টার্ক। নিজেকে দারুণ ভাবে সংযত রেখেছিলেন দেবদত্ত তবে, তারকা পেসার জস হ্যাজেলউডের বলে কিপারের কাছে সহজ ক্যাচ তুলে দেন তিনি। ২৩ খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।
দেখেনিন টুইট
But u were hyping him up for weeks now saying he’s so good. He can even score 1 run in 6 overs faced 🤣🤣🤣
— Sunveer Maharaj (@EventsSunny) November 22, 2024
Again. Despite repeated failures by batters. Easily 3 of the top 6 could go single digit while both Ash and Jadeja will contribute atleast 15 runs with bat and atleast 1 wicket. Hypocrisy and clownery at it's worst sighting team balance. 4 all rounders still best
— Guru (all for VJ) (@raghavgenerous) November 22, 2024
Playing for half an hour and still going for a duck is crazy 🤣
— Em! (@Insane__Emi) November 22, 2024
Hatsoff to @BCCI for not selecting @cheteshwar1 . Such a worst decision
— Mahesh Panyam (@mahesh_panyam) November 22, 2024
Pujara ka replacement mushkil hai! But theek hai abhi pahli inning hai
— Varun Pandey (@varpa2010) November 22, 2024