IPL 2025: সকালে প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ৫৪ রানে পরাস্ত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (DC vs RCB)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের ক্যাপ্টেন রজত পতিদার (Rajat Patidar)। আজকের ম্যাচ যারা জিতবে তারা গুজরাতকে অতিক্রম করে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে। প্রথমে ব্যাটিং করতে এসে দিল্লি ক্যাপিটালস দলের সূচনাটা মনের মতন হয়নি। ১১ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ইনফর্ম অভিষেক পোরেল।
আজ আবার চার ম্যাচ পর চোট সারিয়ে দিল্লি দলে এন্ট্রি নেন ফাফ ডু প্লেসিস। তবে কামব্যাক ম্যাচে রান বানাতে বেশ সংঘর্ষ করতে হয়েছে তাকে। ব্যাট হাতে ফাফ কেবলমাত্র ২৬ বলে ২২ রান বানাতে সক্ষম হয়েছিলেন। তিনে ব্যাটিং করতে এসে করুণ নায়ারের ব্যাট ছিল শান্ত। ৪ বলে ৪ রান বানিয়ে আউট হতে হয়েছে তাকে। দিল্লি দলের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৩টি চারে ৪১ রানের ইনিংস খেলেন কেএল রাহুল (KL Rahul)।
Read More: IPL 2025: “লজ্জা থাকলে ২৭ কোটি ফেরত দিন..”, মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার ঋষভ পান্থ !!
১৬২ রানে শেষ হলো দিল্লির ব্যাটিং ইনিংস

তাছাড়া, শেষের দিকে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ১৩ বলে ১৫ এবং ৬ বলে ১২ রান বানান। ৮ উইকেটে ১৬২ রান বানায়, ব্যাঙ্গালুরুর হয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জোশ হ্যাজেলউড (Josh Hazlewood) এবং একটি করে উইকেট নিয়েছেন যশ দয়াল ও ক্রুনাল পান্ডিয়া। দিল্লির ব্যাটিং বিপর্যয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।