IPL 2025: আইপিএল ২০২৫’এর চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছেন দিল্লি দলের নব ঘোষিত অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। টসে জিতেই প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লখনৌ। প্রিয় বন্ধু ঋষভ পন্থের (Rishabh Pant) টিম ছিল আজ অক্ষরদের সামনে। দুই অধিনায়কই প্রথমে ফিল্ডিং করতে পছন্দ করছিলেন, তবে টস ভাগ্য আজ ছিল অক্ষরের সাথে। যে কারণে, প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে লখনউ দলকে। শুরুতেই তিন বিদেশি ব্যাটসম্যানকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে লখনৌ দলের পক্ষ থেকে।
শুরুতেই ১৩ বলে একটি চার এবং একটি ছক্কায় ১৫ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় এইডেন মার্করাম (Aiden Markram)। দীর্ঘ সময় বাদে চোট কাটিয়ে ক্রিকেটে ফিরে আসা মিচেল মার্সের (Mitchell Marsh) ব্যাট আজকে গর্জে উঠেছিল। শুরুতেই তার অজি সতীর্থ মিচেল স্টার্ককে হেলায় ফেলেছিলেন তিনি। ৩৬ বলে ছয়টি চার এবং ছয়টি ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন তারকা খেলোয়াড়। লখনৌ দলের হয়ে সর্বাধিক ৩০ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। টি-টোয়েন্টি ফরমেটের অন্যতম সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যানে পরিণত হয়েছেন পুরান।
২০৯ রানে শেষ হয়েছে লখনৌ’এর ব্যাটিং

আজ তার দৃষ্টিনন্দন শট গুলি দর্শকদের মন জয় করেছে। তবে, নতুন ফ্রাঞ্চাইজের হয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন ঋষভ পন্থ। ৬ বল খেলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। শেষের দিকে ১৯ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেছেন ডেভিড মিলার (David Miller)। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে লখনৌ দলের সংগ্রহ ২০৯। দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে সর্বাধিক তিনটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। দুটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট পেয়েছেন ভেপরাজ নিগম ও মুকেশ কুমার। লখনও দলের বিধ্বংসী ব্যাটিংয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Scenes in innings break pic.twitter.com/exx19p3hEd
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 24, 2025
Delhi will win this match easily..
— Kohlify_18 (@18_kohlify) March 24, 2025
They are atleast 30-40 runs short on this pitch plus their bowling is the weakest in this tournament
— CricObsessed (@cricketmicrosc) March 24, 2025
LSG’s innings tonight, From Avengers to CID in 6 overs #DCvLSG
— The Gentlemen Anomaly (@The_Anomaly_men) March 24, 2025