IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ৪৮তম ম্যাচে, সুনীল নারিনের (Sunil Narine) দুরন্ত বোলিংয়ের ভিত্তিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে পরাজিত করে মহা মূল্যবান দুটি পয়েন্ট অর্জন করেছে। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে এসে কলকাতা নাইট রাইডার্স (KKR) নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান বানিয়ে ফেলে। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান বানাতে সক্ষম হয়েছে।
টস হেরে নাইট রাইডার্সের হয়ে ইনিংস শুরু করেন রহমানউল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। তিন ওভারের মধ্যেই ৪৮ রানের পার্টনারশিপ গড়ে প্রথম উইকেট হারান গুরবাজ (২৬)। ইন-ফর্ম অধিনায়ক অজিঙ্কা রাহানে তিন নম্বরে ব্যাট করতে এসে ২৬ রানের ইনিংস খেলেন। নাইট রাইডার্সের হয়ে তরুণ ব্যাটসম্যান অংকৃষ রঘুবংশীর ব্যাট থেকে ৩২ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস এসেছিল। শেষের দিকে রিংকু ২৫ বলে ৩৬ রান এবং অন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান বানায়।
Read More: IPL 2025: চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহানে, মাথাব্যথা বাড়লো নাইট রাইডার্স শিবিরের !!
১৪ রানে ম্যাচ জিতলো KKR

২০৫ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস প্রথম ওভারের দ্বিতীয় বলে অভিষেক পোড়েলকে (Abhishek Porel) প্যাভিলিয়নে ফেরান। দিল্লির হয়ে করুণ নায়ার এবং ফাফ ডু প্লেসিস দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৩৯ রানের পার্টনারশিপ লক্ষ করা গিয়েছিল। তবে করুণ ১৩ বলে ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চারে ব্যাটিং করতে এসে কেএল রাহুল (KL Rahul) ৭ রানে নিজের উইকেট হারিয়ে ফেলেন।
দলের হয়ে সহ অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও অধিনায়ক অক্ষর প্যাটেলের মধ্যে চতুর্থ উইকেটে ৪২ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে সুনীল নারিন প্রথমে অধিনায়ক অক্ষর প্যাটেল (৪৩) এবং তারপর সহ-অধিনায়ক ফাফকে (৬২) রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান। এরপর নারিন আবার ট্রিস্টান স্টাবসকে (১) আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষের দিকে বিপরাজ নিগম (৩৮) দিল্লি ক্যাপিটালসকে জয়ের পথে নিয়ে যাওয়ার তুমুল চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়েছেন। দিল্লির এই পরাজয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।