আইপিএল ২০২৫’এর (IPL 2025) মঞ্চে ৪৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজ হায়দ্রাবাদ (CSK vs SRH)। চেন্নাইয়ের চেপকে এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় শেষ দুই স্থানে থাকা দল মুখোমুখি হয়েছে। খেলার কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হাউদ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারের আগেই অল আউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস এবং ১৫৪ রানেই সব উইকেট হারিয়ে ফেলে। ২০১৯ সালের পর প্রথম বারের জন্য চেপকে ১০ উইকেট হারিয়েছে সুপার কিংস। শুধু তাই নয়, এবারের আইপিএলে সুপার কিংসের ব্যাটিং প্রদর্শন খুবই সাধারণ। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে সুপার কিংস।
ওপেনিং করতে এসে শেখ রশিদ প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলেন। তিনে ব্যাটিং করতে এসে ১০ বলে মাত্র ৯ রান বানাতে সক্ষম হয়েছিলেন স্যাম কারান। দলের হয়ে সর্বাধিক ২৫ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৪২ রানের ইনিংসটি খেলেন চেন্নাইয়ের জার্সিতে অভিষেক করা ডেওল্ড ব্রেভিস (Dewald Brevis)। পাশাপাশি ওপেনিং করতে এসে আয়ুশ মাত্রে ১৯ বলে ৩০ রান বানান। চেন্নাইয়ের হয়ে অবদান রাখেন রবীন্দ্র জাদেজাও, তিনি ২১ রানের নক খেলে প্যাভিলিয়নে ফেরেন।
১৫৫ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং ইনিংস

তাছাড়া শেষের দিকে দীপক হুদা (Deepak Hooda) ২২, শিবম দুবের (Shivam Dube) ১২ রানের সহযোগে চেন্নাই সুপার কিংস ১৯.৫ ওভারে ১৫৫ রানেই অল আউট হয়ে যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র ২৮ রান দিয়ে চার উইকেট নেন হার্সাল প্যাটেল (Harshal Patel), দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জয়দেব উনাদকাট। তাছাড়া একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) এবং কামিন্দু মেন্ডিস। চেন্নাইয়ের এই ব্যাটিং ব্যর্থতার পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।