“ক্ষমতা থাকলে আটকে দেখাও…” চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯৭ রানের টার্গেট রাখলো RCB, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল চেন্নাই সুপার কিংসের সামনে তাদের ঘরের মাঠে দারুন একটি কামব্যাক করেছে। আজ আইপিএলের ৮ম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল (CSK vs RCB)। উভয় দল আগে একটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে পরাস্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল এবং মুম্বাইকে পরাস্ত করে এল ক্লাসিকোর প্রথম ম্যাচ জয়লাভ করেছিল চেন্নাই সুপার কিংস। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল এবং চেন্নাই সুপার কিংস। চেপকে টস জেতেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাটিং করতে এসে আগ্রাসী সূচনা দিতে শুরু করেন উইকেট কিপার ব্যাটসম্যান ফিলিপ সল্ট (Philip Salt)। পাওয়ার প্লের ভিতরেই ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে নূর আহমেদের বলে ধোনির বিদ্যুৎগতির স্টাম্পিংয়ের শিকার হন। তিনে ব্যাটিং করতে এজে দেবদত্ত পদ্দিকাল ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন। কিং কোহলির ব্যাট থেকে রান আসলেও ১০৩.৩৩ স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছেন তিনি। ৩০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩১ রান বানান বিরাট।

১৯৬ রান বানাতে সক্ষম হয়েছে RCB

Ipl 2025
CSK vs RCB | Image: Getty Images

দলের হয়ে ক্যাপ্টেন রজত পতিদার ৩২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনটি জীবনদান পেলেও আগ্রাসী ব্যাটিং তিনি চালিয়ে যান। শেষের দিকে টিম ডেভিড দ্রুত গতিতে ৮ বলে ২২ রানের দুরন্ত একটি ক্যামিও খেলেন। তাছাড়া, লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১০, জিটেশ শর্মা ৬ বলে ১২ রানের দৌলতে ৭ উইকেটে ১৯৬ রান বানাতে সক্ষম হয়েছে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন নূর আহমেদ, ২টি উইকেট পেয়েছেন পথিরানা এবং ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন এবং খলিল। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের দুরন্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: ‘অবিক্রিত’ তকমা মুছে ছিনিয়ে নিলেন পার্পল ক্যাপ , আইপিএলে নতুন রূপকথা লিখলেন শার্দুল!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *