“ইতিহাসের সবথেকে বাজে দল…” KKR’এর বিরুদ্ধে ১০৩ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 1

IPL 2025: ঘরের মাঠে আবার একবার নাস্তানাবুদ চেন্নাই সুপার কিংস। চেপকে আজ ঘরের মাঠে চতুর্থ ম্যাচ খেলছে চেন্নাই। রুদ্ধশ্বাস লড়াইয়ে আজকের ম্যাচে টস জেতেন কলকস্তা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টস জিতে বাঁকি ক্যাপ্টেনদের মতনই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস (CSK)। চতুর্থ ওভারে মঈন আলীর বলে রিভার্স সুইপ মারতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। ১২ রান বানিয়ে আউট হন কনওয়ে। পঞ্চম ওভারেই ইনফর্ম রচিন রবীন্দ্র ৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। তিনে নেমে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) ২২ বলে ১৬ রান বানান এবং চারে নেমে বিজয় শংকর ২১ বলে ২৯ রান বানান। দলের হয়ে সর্বাধিক ২৯ বলে ৩১ রান বানাতে সক্ষম হয়েছেন শিবম দুবে।

১০৩ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং

Ipl 2025
CSK vs KKR | Image: Getty Images

চেন্নাইয়ের লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছেন। ছয়ে নেমে রবিচন্দ্রন অশ্বিন ৭ বলে ১ রান, রবীন্দ্র জাদেজা ২ বলে ০, দীপক হুড্ডা ৪ বলে ০, ক্যাপ্টেন ধোনি ৪ বলে ১, নূর আহমেদ ৮ বলে ১ এবং আনসুল কম্বোজ ৩ বলে ৩ রান বানায়। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস কেবলমাত্র ১০৩ রান বানাতেই সক্ষম হয়। নাইট রাইডার্সের হয়ে ৩ উইকেট পেয়েছেন সুনীল নারিন, দুটি করে উইকেট নিয়েছেন হার্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। তাছাড়া, একটি করে উইকেট নিয়েছেন বৈভব অরোরা ও মঈন আলী।

আজ চেন্নাইয়ের ব্যাটিং দেখে সমাজ মাধ্যমে বেশ ট্রোল হয়েছেন ক্যাপ্টেন ধোনি সহ গোটা টিম। এক ভক্ত লিখেছেন, ‘এবার সময় এসেছে দয়া করে অবসর নিন।’, এক ভক্তের দাবি, ‘ধোনির জন্যই দলের এই হাল।’ এক ভক্তের দাবি, ‘আইপিএল ইতিহাসের সবথেকে বাজে দল হিসেবে নাম লেখাচ্ছে চেন্নাই সুপার কিংস।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: বিজয় শংকরের ‘ললিপপ ক্যাচ’ ফেললেন ভেঙ্কটেশ আইয়ার, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *