আইপিএল ২০২৬ মিনি নিলামে (IPL 2026) অন্যতম বড় চমক হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রীন (Cameron Green)। আবুধাবিতে অনুষ্ঠিত এই নিলামে তাঁকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), যা এবারের নিলামের অন্যতম সর্বোচ্চ দামগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ২ কোটি টাকা বেস প্রাইস নিয়ে নিলামে নামা গ্রিন ছিলেন প্রথম দফার ছয়জন ক্রিকেটারের একজন। শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে দর কষাকষি শুরু হয়। এরপর ২.৮০ কোটি টাকায় নিলামে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। তারপর লড়াইটা চলছিল রাজস্থান রয়্যালস ও কেকেআরের মধ্যে। তবে শেষ মুহূর্তে চেন্নাই সুপার কিংসও গ্রিনের জন্য দর হাঁকাতে শুরু করে দেয়।
চেন্নাই ও কলকাতার মধ্যে বেশ লম্বা সময় ধরে লড়াই চললেও শেষ বাজি মারে কেকেআর। নিলামের মঞ্চে সবথেকে বেশি দামি বিদেশি খেলোয়াড় হয়ে উঠলেন তিনি। এই দরেই ক্যামেরন গ্রিন ছাপিয়ে যান তাঁরই স্বদেশী মিচেল স্টার্কের (Mitchell Starc) ২৪.৭৫ কোটির রেকর্ড। যাকে এই দামে ২০২৪ সালের আইপিএলে কেকেআর দলই কিনেছিল। আইপিএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন ক্যামেরন গ্রিন। এই ম্যাচগুলিতে তিনি মোট ৭০৭ রান করেছেন, যা তাঁর ধারাবাহিকতার প্রমাণ।
বিশাল দাম পেলেন ক্যামেরন গ্রীন

তবে বোলার হিসেবে সেভাবে সফল নন তিনি। নাইট রাইডার্স দল আইপিএল থেকে অবসর নিয়েছেন। তার পরিবর্তন হিসেবে ক্যামেরণ গ্রীনের (Cameron Green) দিকেই নজর ছিল নাইট রাইডার্স দলের। গ্রীন কলকাতার উইকেটে কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বেশ কিছু ভক্তদের মতে, গ্রীনকে নিয়ে ভুল করেছে কেকেআর। আসলে, গ্রীন বহু দিন ধরেই খেলার বাইরে ছিলেন এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর সেভাবে ছন্দ দেখাতে পারেননি। যে কারণে তাঁর এই দর নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। একদিকে ভারতের তরুণ তারকা সরফরাজ খান ও পৃথ্বী শ’রা কোনো দল পেলেন না, এই পরিস্থিতিতে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠেছে।