"কোটায় সুযোগ পেয়েছে..." বিশ্বকাপের দলে 'ফ্লপ' সূর্যকুমারকে ক্যাপ্টেন করায় গম্ভীর-BCCI কে একহাত নিলেন ভক্তরা !! 1

BCCI: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে, ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের এই আসর। বিশ্বকাপের আগে দল ঘোষণা করলো টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূর্যকুমার যাদব বিগত কয়েক মাসে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ, যে কারণে সমাজ মাধ্যমে তাকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। ব্যাটিং বিভাগে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma) ও তিলক ভার্মা (Tilak Varma)।

উইকেটকিপার ব্যাটার হিসেবে আছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের মঞ্চে জায়গা হয়নি শুভমান গিলের (Shubman Gill), যে কারণে তাঁর জায়গায় সঞ্জুকে হয়তো ওপেনিং করতে দেখতে পাওয়া যাবে। শুভমানকে বাদ দিতে সমাজ মাধ্যমে ভক্তরা বেশ খুশি হয়েছে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ওপেনিং করতে দেখা গিয়েছিল সঞ্জুকে, ফলে বিশ্বকাপেও তিনি ওপেনারের দায়িত্ব পালন করবেন। অলরাউন্ডার বিভাগে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) যিনি ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন তাছাড়া হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে রয়েছেন দলে।

Read More: যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রিকেট বিশ্ব, বোর্ডকে লিখিত চিঠি দিলেন তারকা খেলোয়াড় !!

ক্যাপ্টেন সূর্যকুমারকে নিয়ে চর্চা শুরু সমাজ মাধ্যমে

Ind vs sa সূর্যকুমার
Varun Chakravarthy and Suryakumar Yadav | Image: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তাই এবারও তাঁদের ওপর বড় দায়িত্ব থাকবে বলে মনে করা হচ্ছে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দরের পাশাপশি দলে ফেরানো হয়েছে ঈশান কিষান ও রিংকু সিংকে। ভারতের দল নির্বাচন নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। এক ভক্ত লিখেছেন, “সূর্যের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কি সম্পর্ক যে ওকে দলে নিতে হবে ?” আর এক ভক্ত লিখেছেন, “শুভমানকে বাদ দিয়ে ঠিকক করেছে দল।” আর এক ভক্ত লিখেছেন, “শুভমান যদি বাদ যেতে পারে তাহলে সূর্য কেন নয় ?” আর এক ভক্ত লিখেছেন, “ক্যাপ্টেন কোটায় মনে হয় সূর্যকে সুযোগ দেওয়া হয়েছে।”

দেখেনিন টুইট

Read Also: বাদ শুভমান গিল, ঈশান কিষান সহ এই ফ্লপ খেলোয়াড়কে নিয়ে T20 বিশ্বকাপের দল ঘোষণা করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *