"রাজনীতি করেই দল বাছাই করেছে..." জিতেশ শর্মাকে বাদ দিতেই সমাজ মাধ্যমে প্রশ্নের মুখে আগারকার-গম্ভীর !! 1

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা জুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ টুর্নামেন্ট। আজ দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এইবার ভারতীয় টি-টোয়েন্টি দলের ঘোষণায় সবচেয়ে বড় নজরকাড়া পরিবর্তন ছিল শুভমান গিলকে বাদ দেওয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত দলের সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল। তবে, লাগাতার ব্যার্থতার জেরেই দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। শুভমানের পাশাপশি দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মারও (Jitesh Sharma)। জিতেশের জায়গায় নির্বাচকরা ভরসা রেখেছেন ঝাড়খণ্ডের তথা সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়ী অধিনায়ক ঈশান কিষাণের (Ishan Kishan) ওপর। সদ্য সমাপ্ত হওয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুরন্ত ব্যাটিং করেছেন তিনি। ১০ ম্যাচে তিনি বানিয়েছেন ৫১৭ রান, গড় ৫৭.৪৪ এবং বিস্ফোরক স্ট্রাইক রেট ১৯৭.৩৩। শুধু ব্যাট নয়, শান্ত মাথায় নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও জিতিয়েছেন ঈশান। তাই তাঁর নির্বাচন স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে।

জিতেশ শর্মাকে নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম

জিতেশ শর্মা
Rinku Singh and Jitesh Sharma | Image: Getty Images

দল ঘোষণার পরে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার ব্যাখ্যা করেন কেন জিতেশ ও শুভমানকে বাদ দেওয়া হল। তাঁর কথায়- টিম কম্বিনেশনই আসল বিষয়। ওপেনিংয়ে ভারতের জন্য একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান ও উইকেট কিপারের প্রয়োজন বলেই সঞ্জু ও ঈশানকে দলে নেওয়া হয়েছে। ওপেনিংয়ে শুভমান ফিট না থাকায় এবং শীর্ষক্রমে দু’জন কিপার রাখতে চাওয়ায় পরিবর্তন আনতেই হয়েছে। অন্যদিকে রিঙ্কুকে রাখা হয়েছে লোয়ার মিডল অর্ডার মজবুত করতে। যে কারণে বাদ পড়তে হয়েছে জিতেশ শর্মাকে (Jitesh Sharma)। অবশ্য জিতেশের বাদ পরাটা মানতে পারছে না বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইরফান পাঠান সমাজ মাধ্যম সাইট টুইটারে মন্তব্য করে লেখেন, “জিতেশ শর্মা ভাববেন, আমি কী এমন ভুল করেছি যে মিস করছি?” পাশাপশি আকাশ চোপরাও মন্তব্য করে লিখেছেন, “ওহ… বিশ্বকাপের এত কাছে অনেক পরিবর্তন। জিতেশ জানবে না সে কী ভুল করেছে।” সাবেক খেলোয়াড়দের পাশাপশি আরও অনেক ভক্ত জিতেশকে সুযোগ না দেওয়ায় মন্তব্য করে লিখেছেন, “তারা জিতেশ শর্মাকে বাদ দিয়েছে কারণ সে কোনও ভুল করেনি, আইপিএল দুর্দান্ত খেলেছে, উইকেটের পিছনে সেরা খেলোয়াড় ছিল এবং ব্যাট হাতে সবকিছু করেছে।” আর এক ভক্তের দাবি, “ওরা জিতেশ শর্মাকে বাদ দিয়েছে কারণ ওরা কোনও ভুল করেনি। প্রতিটি পরাজয় উদযাপন করা হবে, আমরা পতনের জন্য পাশে থাকব।”

দেখেনিন টুইট

Read Also: বাদ শুভমান গিল, ঈশান কিষান সহ এই ফ্লপ খেলোয়াড়কে নিয়ে T20 বিশ্বকাপের দল ঘোষণা করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *