“লজ্জা লাগা উচিত…” আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যেতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে BCCI !! 1

BCCI: টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির পর এবার টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সাহায্যে কিউইদের বিরুদ্ধে ভারতের মাটিতেই একটি ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। ম্যাচটি প্রথমে ৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আগেরদিন প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি। গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এই ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু তিন দিন ধরে এই ম্যাচের টস টাই অনুষ্ঠিত হলো না। আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণেই ম্যাচ বন্ধ করার সদ্ধান্ত নেয় কতৃপক্ষ।

এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ খেলেছিলো আফগানিস্তান। দীর্ঘ ৭ বছর পর ভারতে তাদের পছন্দের ভেন্যুতে টেস্ট সিরিজ খেলার আকাঙ্খা প্রকাশ করলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। পিচ ঠিক থাকলেও আউটফিল্ডের কিছু অংশে জমে ছিল জল। গত দুই দিন ধরে মাঠের কর্মীরা জল কমানোর যথাযথ চেষ্টা করেও ম্যাচের জন্য প্রয়োজনীয় করে তুলতে পারেনি। ম্যাচ রেফারি ও আম্পায়াররা মাঠ পরিদক্ষিণ করলেও মন গলেনি তাদের, মিড অন ও মিড অফের কাছে বেশ খানিকটা অঞ্চল জুড়ে জমে ছিল জল, জল সরাতে অভিনব ভূমিকা পালন করেছিল মাঠকর্মীরা। তবুও কোনো সুরাহা হয়নি।

Read More: Top 3: আসন্ন বাংলাদেশ টেস্টে এই ৩ খেলোয়াড়ের সুযোগ না দিয়ে বড় ভুল করলো BCCI, পস্তাতে হবে সুদূর ভবষ্যতে !!

ভেস্তে গেল আফগান বনাম নিউজিল্যান্ড টেস্ট

bcci

আফগানদের সুবিধার জন্য তারা নিজেরাই এই ভেন্যু বেছে নিয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড মোট তিনটি ভেন্যুর অফার দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। তবে যোগাযোগের সুবিধার্তে নয়ডাতেই খেলার সিদ্ধান্ত নেয় আফগান কতৃপক্ষ। ব্যাঙ্গালুরু, কানপুর এবং গ্রেটার নয়ডার মধ্যে নয়ডার মাঠটি উললব্ধ ছিল কারণ বাঁকি দুই মাঠে দলীপ ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, নিউজিল্যান্ডের ব্যস্ত সময়সূচীর পরিপ্রেক্ষিতে, গ্রেটার নয়ডাকে বেছে নেয় আফগান বোর্ড। তবে ভক্তরা বিসিসিআইয়ের উপর বেশ ক্ষুব্ধ, পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট বোর্ড হওয়ার পরেও সামান্য একটি টেস্ট ম্যাচের আয়োজন করতে ব্যর্থ হলো বিসিসিআই (BCCI)। সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: BCCI এর ব্যবহারে অতিষ্ঠ সঞ্জু স্যামসন, এন্ট্রি নিলেন ফুটবলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *