২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় প্রতিফলন দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবারের বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে না বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের বদলে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে অংশ নেবে। তবে বিশ্বকাপের এই টানাপোড়েনের মাঝে বড় সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইশতিয়াক সাদেক। হঠাৎ করেই ইস্তফা দিয়েছেন বোর্ড কর্তা। তাঁর পদত্যাগ বোর্ডের অন্দরমহলের টানাপোড়েন প্রকাশ্যে এনে দেয়।
এক সাক্ষাৎকারে ইশতিয়াক সাদেক নিজেই জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। এমনকি দল বা বোর্ডের পরিকাঠামোর পরিবর্তনের কোনও অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি। তাঁর কথায়, ” আমি এই পদের সঙ্গে সুবিচার করতে না পারার কারনে ইস্তফা দিচ্ছি।” এমনিতেই বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি, খেলা জনিত সম্পর্কের টানাপোড়েন চলছে।
বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ

এই ইস্তফা এমন এক সময়ে এল, যখন বাংলাদেশ ইতিমধ্যেই আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের বাইরে। বোর্ডের অন্দরমহলে যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ও অসন্তোষ জমছিল, এই পদত্যাগ তা প্রকাশ্যে এনে দিয়েছে। ভারতের মাটিতে খেলতে অনীহা, নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়েন – সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিসিসিআই ২০২৬ আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেয়নি – যে কারণেই দু’দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন দেখা যাচ্ছে। বাংলাদেশ আইসিসির কাছে ভ্যানু বদলের আবেদন করলেও আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত আয়োজনে কোনও পরিবর্তন সম্ভব নয়। ফলস্বরূপ, বাংলাদেশ কার্যত বিশ্বকাপের বাইরে চলে যায়। তার সাথে এই ইস্তফার প্রসঙ্গে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।