“চোখের ডাক্তার দেখাও…” জয়সওয়ালকে ভুল আউট দিতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার হলেন বাংলাদেশি আম্পায়ার !! 1

সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট। মেলবোর্নে লজ্জাজনক পরিণতির শিকার হয়েছে ভারতীয় দল। শেষদিন ভারতের সামনে ৩৪০ রানের লক্ষমাত্রা রেখেছিল ভারতীয় দল। যা তুলতে ব্যার্থ হয়েছে ভারতীয় দল। এমনকি শেষ দিনে ৯৪ ওভার টিকে থাকতে ব্যার্থ হয়েছে ভারতীয় দল। তবে, শেষ দিনে ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মেলবোর্নে আদেও তিনি আউট হয়েছেন কিনা তা নিয়ে বেশ বড় একটি বিতর্ক তৈরি হয়েছিল। আসলে, স্নিকোতে জয়সওয়ালের আউট হওয়ার সময় কোনো আওয়াজ শোনা যায়নি, তবুও তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শারফুদৌলা সৈকত আউটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। প্রকাশ্যে আসা ভিডিওতে সৈকতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে নেটিজেনরা।

আসলে, মেলবোর্নে শেষ দিনে ব্যাট করছিলেন যশস্বী। ভারতের ভরসা ছিলেন তিনি, পন্থ, জাদেজা ও নীতিশ রেড্ডি আউট হওয়ার পর বিপদে পড়ে টিম ইন্ডিয়া। তবুও, ভারতের জয় পরাজয়ের মাঝে একমাত্র আশার আলো হয়ে ক্রিজে টিকে ছিলেন যশস্বী জয়সওয়াল। ৭১ তম ওভারে ক্যাপ্টেন প্যাট কামিন্স-এর লেগ স্ট্যাম্পের বলে হুক শট খেলতে যান জয়সওয়াল এবং বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে। কিন্তু মাঠের আম্পায়ার জোয়েল উইলসন সেই আবেদনে সাড়া দেননি। যার পর অজি দল রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তবুও আম্পায়ার সৈকত জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন। সৈকতের মতে, “ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগে দিক পরিবর্তন করেছে।” তবে ভিডিওতে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও কোনও প্রমাণ ছাড়াই তৃতীয় আম্পায়ার সৈকত আউটের সিদ্ধান্ত জানান। তার এই সিদ্ধান্তের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Aslo: Yashasvi Jaiswal: আম্পায়ারের ‘ভুলের’ শিকার জয়সওয়াল, আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *