বাংলাদেশি ক্রিকেট মানেই বিনোদন! আবারও একবার বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দিলো তার প্রমান পাওয়া গেল আরব আমিরশাহী বনাম বাংলাদেশ ম্যাচে। বাংলাদেশ দল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি ২৭ রানে জয় সুনিশ্চিত করেছিল। তবে, গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত ভাবে রান তাড়া করে ম্যাচ জয়লাভ করলো UAE। গতকাল মোহম্মদ ওয়াসিম ৪২ বলে ৯টি চার এবং ৪টি ছক্কায় ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বামগলাদেশের বানানো ২০৫ রান তাড়া করতে এসে ১ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় বাংলাদেশ। তবে, গতকালকের ম্যাচ ছাড়া এক বাংলাদেশি সমর্থকের কর্মকান্ড বেশ ভাইরাল হয়েছে। এক বাংলাদেশী সমর্থক একটি প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসেন।
প্রসঙ্গত, শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের সময় এই ঘটনাটি ঘটে, যেখানে এক ভক্তের প্ল্যাকার্ড সামনে উঠে আসে। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করবেন না।’ এমনকি সেই সময়ে অন-এয়ার ধারাভাষ্যকারও ভক্তকে ভারতে আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন।
Read More: “ঘাড় ধাক্কা দিয়ে বার করবে…” সানরাইজার্সের বিরুদ্ধে ৭ রানে উইকেট হারালেন ঋষভ পন্থ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
বাংলাদেশি ভক্ত নিমিষেই হয়েছেন ভাইরাল

প্ল্যাকার্ডটি প্রকাশ্যে আসতেই খবরের শিরোনামে উঠে আসেন সেই ভক্ত। এর আগেও আইপিএলের মঞ্চে ২০২১ সালে এক মহিলা ভক্তও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে একটি প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন যেখানে তিনিও লিখেছিলেন, ‘যতদিন না পর্যন্ত আরসিবি ট্রফি জিতছে আমি কাউকে বিয়েই করবো না।’ আবার একবার একই ধরণের প্ল্যাকার্ড নিয়ে মাঠে হাজির এক বাংলাদেশি ভক্ত। তাঁর এই কর্মকান্ড সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। এক ভক্ত লিখেছেন, “আপনার হয়তো আর বিয়ে হবে না।” অন্য এক ভক্ত কটাক্ষ করে লিখেছেন, “বাংলাদেশ আর বিশ্বকাপ জিতেছে!” এক ভক্ত লিখেছেন, “এর তিনটে বিয়ে হয়ে গিয়েছে, চার নম্বর বিয়ের জন্য এমন লিখেছে।” অন্য এক ভক্তের দাবি, “চিন্তার কোনো কারণ নেই উনি পরবর্তী সালমান খান হবেন।” তাছাড়া অন্য এক ভক্ত লিখেছেন, “আরে ভাই আগে UAE-কে হারাও, তারপর বিশ্বকাপ জিতবে, সারাবছর সিঙ্গেল থাকো এভাবে।”