"এদের খেলার যোগ্যতা নেই..." শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

আজ এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে একাধিকবার দুর্ধর্ষ ম্যাচ দেখতে পাওয়া গিয়েছে। আজকের ম্যাচেও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা (Charith Ashalanka)। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথমে ব্যাটিং করতে এসে ০ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

১৩৯ রানে শেষ হলো বাংলাদেশের ব্যাটিং

Asia cup 2025
Jaker Ali and Shamim Hossain | Image: Getty Images

বাংলাদেশের হয়ে খাতা খুলতে ব্যার্থ হন তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। ৬ বলে ০ রান করেন তানজিদ এবং ৪ বলে ০ করেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস (Litton Kumer Das) ২৬ বলে ২৮ রান বানান। ৯ বলে ৮ রান বানিয়ে তৌহিদ হৃদয় উইকেট হারিয়ে ফেলেন। পাশাপশি, মেহেদী হাসান ৭ বলে ৯ রান বানান। বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন। তাছাড়া, ৩৪ বলে ২টি চারের বিনিময়ে ৪১ রান বানিয়েছিলেন জাকের আলী (Jaker Ali)।

Read More: Asia Cup 2025: এশিয়া কাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত অধিনায়কের, চাপের মুখে দল !!

আজকের প্রথম ইনিংস দেখে ভক্তরা বলেছেন, “বাংলাদেশকে খেলার উচিত নয়।” তাছাড়া, অন্য একজন বলেছেন, “বাংলাদেশকে উচিত ছেলে পিলের সঙ্গে ক্রিকেট খেলার।” তাছাড়া অন্য এক ভক্ত লিখেছেন, “শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে অন্যতম বড় দল।” এক ভক্ত লিখেছেন, “বাংলাদেশ দল শুধু বাচ্চা দলের বিরুদ্ধেই ভালো খেলে।” অন্য এক ভক্ত লিখেছেন, “আজকে যে জিতুক না কেন নাগিন ডান্স হবেই।”

দেখেনিন টুইট

Read Also: CAB সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, ফের বাংলার ক্রিকেটে দাদার দাপট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *