“তুমি গুরু সেরা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেলে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং অক্ষর প্যাটেল !! 1

Axar Patel: বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। আজকের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার থেকে আক্রমণাত্মক সূচনা দিতে দেখা যায় বিরাট কোহলিকে। প্রথম ওভারে তিনটি চার হাকিয়ে ১৩ রান নিয়ে একটি দুর্দান্ত সূচনা দিয়েছিলেন কোহলি। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই একেরপর এক অঘটন ঘটতে শুরু হয়।

প্ৰথম দুই বলে চার হাঁকানোর পর ওভারের চতুর্থ বলে আবার ঝুঁকিপূর্ণ শর্ট খেলতে গিয়ে নিজের উইকেট হারান রোহিত শর্মা। কেবলমাত্র ৯ রান বানিয়ে ফাইনাল ম্যাচে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এমনকি একই ওভারে ঋষভ পন্থ বুদ্ধিহীন শর্ট খেলে নিজের উইকেট হারান। তার উইকেট যেতেই আরও ব্যাকফুটে চলে আসে টিম ইন্ডিয়া।

৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অক্ষর

Axar Patel
Axar Patel | Image: Twitter

তিনি দুই বল খেলে কোন রান বানাতে সক্ষম হননি। এমনকি পাওয়ার প্লের ভিতরেই মাত্র ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ক্রিজে আসেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়তে শুরু করেন অক্ষর এবং পাওয়ার প্লের ভিতর ৪৫ রান বানায় টিম ইন্ডিয়া। তবে আজ কঠিন সময়ে স্পিনারদের বিরুদ্ধে অক্ষর প্যাটেলের (Axar Patel) দুরন্ত ইনিংস লক্ষ করা যায়। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধেও টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ এসেছিল অক্ষরের কাছে এবং আজ বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করলেন অক্ষর। ৩১ বলে ১টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে অক্ষর ৪৭’রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও দুর্ভাগ্যজনক ভাবেই রান আউট হয়ে আউট হতে হয়েছে অক্ষরকে। তবুও তার এই দুরন্ত ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Axar Patel: ডিপ ফাইন লেগে উড়ন্ত ক্যাচ ধরলেন অক্ষর প্যাটেল, ৩৭ রান বানিয়ে সাজঘরে ফিরলেন অজি অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *