জমে উঠেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। আজকের নিয়ম রক্ষার ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শন ছিল পুরোপুরি জমজমাট। প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়েই ব্যাটিং করতে এসেছে ভারত। ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত ব্যাটিং করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসা সঞ্জু স্যামসন ইনিংসের প্রথম বলেই ছক্কা হাকিয়ে ইনিংসের একটি দারুন সূচনা দেন। জয়সওয়ালের (Yashasvi Jaiswal) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসে সূচনা করেন তিনি।
বিধ্বংসী ব্যাটিং করলেন অভিষেক শর্মা
প্রথম ওভার থেকে ১৬ রান তুলে ফেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে দ্বিতীয় ওভারে আবার একবার শর্ট পিচ বলের শিকার হন আবার। তিনি এই নিয়ে এই সিরিজে পঞ্চম বার শর্টপিচ বলে নিজের উইকেট হারিয়েছেন। সঞ্জু আউট হয়ে গেলে ব্যাটিং করতে আসেন তিলক ভার্মা (Tilak Varma)। তিলক ভার্মা ব্যাটিং করতে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে দেন। তবে অন্যদিকে ব্যাট হাতে যেন তান্ডব চালাচ্ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। একের পর এক চার ছক্কার বন্যা দেখা যাচ্ছিল অভিষেক শর্মার ব্যাট থেকে। জোফরা আর্চারকে (Jofra Archer) দ্বিতীয় ওভার থেকেই আক্রমন শুরু করে দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
আজকের ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে অভিষেককে। ব্যাট হাতে, মাত্র ১৭ বলেই তার অর্ধ-শতরান হাঁকিয়ে ফেলেন। তবে, ৩৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পূর্ণ করেন অভিষেক। ভারতীয় দলের হয়ে দ্বিতীয় দ্রুত শতরান হাঁকালেন তিনি। বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন তিনি। ব্যাট হাতে, ৫৪ বলে ৭ টি চার এবং ১৩টি ছক্কায় ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেললেন অভিষেক শর্মা। ভারতীয় দলের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে উঠলেন তিনি। তার এই দুর্দান্ত ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Abhishek Sharma's innings was absolutely sensational! A historic performance to remember forever.
— RR_Cricket_Book (@RRCricBook) February 2, 2025
Truly Beautiful Crafted Innings and made it perfect by Abhishek Sharma
— Game4Life (@Gaming4Life1818) February 2, 2025
Abhishek out in 18th over.
2 over baki they , Aram se 30-40 run or bante abhishek ya hardik/rinku hote they, bt c out hote hi score ekdam shant— RJ Ritesh-journalist #Nation 1st (@rjritesh1987) February 2, 2025
he’s been a real gem! we really need some young guns for next generation of solid squad
— kafka x dostoevsky (@notsothicccc) February 2, 2025
Abhishek Sharma delivers a jaw-dropping knock! 🔥🥶🇮🇳
— 🕉️ओम 🕉️ (@omprg) February 2, 2025
TAKE A BOW, ABHISHEK SHARMA. 🇮🇳
– 135 (54) with 7 fours and 13 sixes. The highest individual scorer for India in T20is, an innings to remember for a lifetime. 🌟
— kinetic_45 (@kinetic_karthi) February 2, 2025
The roar of Wankhede mirrors the thunder in Abhishek’s bat. This is how legends are made. 🔥
— Nova (@novastellaris) February 2, 2025