“বাঘেরা সবাই বন্দি…” ১৪৯ রানের মাথায় শেষ হলো বাংলাদেশ দলের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IND vs BAN: চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে এই কোণঠাসা করে দিল বাংলাদেশ দলকে , ভারতের বিরুদ্ধে দুর্দান্ত সূচনার পরেও কেবলমাত্র ৪৭ ওভারের মধ্যেই 10 উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ৩৭৬ রানে ভারতীয় ইনিংসের সমাপ্তির পর ব্যাটিং করতে এসে বাংলাদেশ প্রথম সেশনে সাদমান, জাকির এবং মমিনুল প্যাভিলিয়নে ফিরে যান।

এরপর দ্বিতীয় সেশনে ভারতীয় দলের বোলাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের উপর চড়াও হয় ওঠে এবং প্রথমে ক্যাপ্টেন শান্ত কেবলমাত্র ২০, মুশফিকুর রহিম ৮ রান বানিয়ে জলদি প্যাভিলিয়নে ফেরেন। ৪০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

১৪৯ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

Ind vs ban

প্রাক্তন দুই অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং লিটন দাসের মধ্যে ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে স্পিনার জাদেজাকে দেখে সুইপ শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন লিটন দাস (Litton Das)। লিটনের ব্যাট থেকে এসেছে কেবলমাত্র ২২ রান। দলের হয়ে সর্বাধিক ৩২ রানে এনএইচটি খেলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan) পাশাপাশি মেহেদী হাসান মিরাজে প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ বাহান্ন বলে ২৭ রান বানিয়ে তিনি এক প্রান্তে নট আউট অবস্থায় সমাপ্ত হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিং।

বাংলাদেশ দল ৪৭.১ ওভারে ১৪৯ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় দলের হয়ে চার উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২টি করে উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও রবীন্দ্র জাদেজা। যদিও চেন্নাইতে ঘরের মাঠে হয়ে উইকেট নিতে ব্যর্থ হন অশ্বিন। ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরমেন্সের পর সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs BAN 1st Test: অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, প্রতিপক্ষকে ১৪৯ রানেই বেঁধে রাখলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *