"খেলা ছেড়ে দাও তোমরা..." মুম্বইয়ের বিরুদ্ধে ১৭৬ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: জমে উঠেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ৩৮তম ম্যাচ। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জেতেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। এই মৌসুমে মুম্বাই ও চেন্নাই দুই ফ্র্যাঞ্চাইজির হাল বেহাল। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শেষ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

১৭৬ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং

ipl-2025-dube-jadeja-steady-csk-vs-mi
Shivam Dube and Ravindra Jadeja | Image: Getty Images

টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে, শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ৯ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন  রবীন্দ্র। তরুণ ওপেনার শেখ রশিদ ২০ বলে ১টি চারে ১৯ রানের ইনিংস খেলেন। তবে, আজ চেন্নাইয়ের হয়ে ১৭ বছর বয়সী আয়ুশ মাত্রে ১৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান বানান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

Read More: IPL 2025: গুজরাত ম্যাচের আগে ঘোর সঙ্কটে নাইট রাইডার্স, চোট পেয়ে অনিশ্চিত বোলিং তারকা !!

পাশাপশি, ৩২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান বানান শিবম দুবে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান বানায় চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে ২টি উইকেট নিয়েছেন বুমরাহ এবং দীপক, অশ্বিনী কুমার এবং মিচেল স্যান্টনার ১টি করে উইকেট পেয়েছেন।

চেন্নাইয়ের এই ইনিংসের পর সমাজ মাধ্যমে চেন্নাই সুপার কিংসকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “আয়ুশ ভাই চেন্নাই এভাবে খেলে না।” অন্য এক ভক্ত লিখেছেন, “চেন্নাইয়ের খেলা দেখে মনে হয় ব্যাটসম্যানদের বাইরে ডেকে নিয়ে এসে একটু ধোলাই দেই।” আর এক ভক্ত লিখেছেন, “চেন্নাইয়ের এবছর ফারাই যেন কাটতে চাইছে না।” আর এক ভক্ত চেন্নাই ব্যাটসম্যানদের বেশ মজা উড়িয়ে লিখেছেন, “চেন্নাইয়ের ব্যাটসম্যানরা এবছর ডট খেলে সবথেকে বেশি গাছ লাগানোর চিন্তা ভাবনা করে রেখেছে।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: মন্থর চেন্নাইয়ের পালে হাওয়া লাগালেন দুবে ও জাদেজা, ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৭৫ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *