"বাঘ এখন খাঁচায় বন্দি..." ইন্ডিয়ার বিরুদ্ধে ১৯৬ রান জুড়ে দিতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টাইগার'রা !! 1

আজ বিশ্বকাপের মহা মঞ্চে মুখিমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। দুই দলই আজ সুপার এইটে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে পৌঁছে গিয়েছে অ্যান্টিগাতে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হচ্ছে এই ম্যাচ। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথম ওভার থেকেই  অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মারমূখী ভূমিকা গ্রহণ করেন। অন্যদিকে পিছুপা হননি বিরাট কোহলি (Virat Kohli)।

অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে, ১১ বলে ২৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। যদিও  আজকের ম্যাচে ফর্মের ঝলক দেখালেন কিং কোহলি। পাওয়ার প্লের ভিতরে তিনি দুটি ছক্কা হাঁকিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে দেন। পাওয়ার প্লের ভিতরেই ভারতীয় দল ১ উইকেট হারিয়ে ৫৩ রান বানান। পাওয়ার প্লে শেষ হলে হাত খুলতে শুরু করেন বিরাট-পন্থ দুজনেই। স্টেপ আউট করে মারার চক্করে উইকেট হারিয়ে ফেলেন কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬’রান বানালো টিম ইন্ডিয়া

Ind vs ban
IND vs BAN | Image: Getty Images

২৮ বলে ১টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। কোহলি আউট হতেই ক্রিজে আসেন সূর্যকুমার, প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মিডিল ওভারে পন্থ (Rishabh Pant) ও শিবম দুবে (Shivam Dube) বেশ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আবার একবার রিভার্স সুইপ মারতে গিয়ে নিজের উইকেট হারালেন পন্থ। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৬ বানান পন্থ।

আজকের ম্যাচে (IND vs BAN) ভারতের হয়ে সর্বাধিক ২৭ বলে ৫০ রানের বিধ্বংসী ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তার ইনিংস জুড়ে ছিল ৪টি চার ও ৩টি লম্বা লম্বা ছক্কা। পাশাপশি, ২৪ বলে ৩টি ছক্কার বিনিময়ে ৩৪ রান বানান দুবে ও ভারতকে পৌঁছে দেন ১৯৬ রানের দোরগোড়ায়। ভারতীয় দলের এই বিধ্বংসী প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs BAN: বিস্ফোরক অর্ধশতক হার্দিকের, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোরবোর্ডে ১৯৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *