"একেই বলে প্রতিশোধ নেওয়া..." সুপার 8-এর মঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

IND vs AUS: অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নিলো টিম ইন্ডিয়া। আজকের মেগা ম্যাচে চমকপ্রদ প্রদর্শন করে দেখালো টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয় ভারতীয় দলকে। ওপেনিং করতে এসে টিম ইন্ডিয়া দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে হারিয়ে ফেলে। আজকের ম্যাচে খাতা না খুলেই বিদায় নিতে হলো বিরাট কোহলিকে। বিরাট আউট হলেও পাওয়ার প্লের ভিতরে বিধ্বংসী ব্যাটিং করেন রোহিত শর্মা (Rohit Sharma)। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করেন রোহিত।

অজিদের জাত চেনালেন রোহিত শর্মা

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

যদিও আজকের ম্যাচে ব্যাট হাতে খুব ভালো প্রদর্শন দেখাতে সক্ষম হননি ঋষভ পন্থ (Rishabh Pant)। ১৪ বলে ১৫ বানান পন্থ। বিধ্বংসী ব্যাটিং করতে থাকে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে স্টার্কের বিরুদ্ধে ২৯ রান তোলেন রোহিত, এক ওভারে ৪টি ছক্কা ও একটি চার হাঁকিয়েছিলেন হিটম্যান। তবে, ১৩ তম ওভারে বোলিংয়ে ফিরে আসেন স্টার্ক এবং রোহিতকে ইয়র্কারে পরাস্ত করেন। ১২৭ রানে ভারত ৩ উইকেট হারান যেখানে রোহিতের একার রান ছিল ৯২। ৪১ বলে ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত।

Read More: IND vs AUS: ট্র্যাভিস হেড তাণ্ডব সামলে দুরন্ত জয় ভারতের, বিদায়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া !!

তাছাড়া, সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আজকে কিছুটা ফর্ম লক্ষ করা গিয়েছে। ১৬ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩১ রানের ইনিংস খেলে মিচেল স্টার্কের একটি স্লোয়ার বল ধাওয়া করে মারতে গিয়ে হারান নিজের উইকেট। শেষের দিকে দুবে ও হার্দিক পান্ডিয়ার সহযোগে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান বানাতে সক্ষম হয়।

২৪ রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

রান তাড়া করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (David Warner)। পাওয়ার প্লের ভিতরেই মার্স ও ট্রেভিস হেডের মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে। তবে ক্যাপ্টেন রোহিত এই পার্টনারশিপ ভাঙার দায়িত্ব তুলে দেন কুলদীপ যাদবের হাতে। কুলদীপ নবম ওভারে মিচেল মার্সকে প্যাভিলিয়নে ফেরান, তবে কুলদীপের এই উইকেটের থেকে অক্ষরের বাজপাখির মতন লাফিয়ে ধরা ক্যাচটি সমাজ মাধ্যমে হয়েছে বেশি ভাইরাল। এরপর আবার ম্যাক্সওয়েল ও হেডের মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপকে ভাঙেন কুলদীপ যাদব। ১২ বলে ২০ রান বানিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল।

খেলা আসতে আসতে অস্ট্রেলিয়ার হাতের বাইরে চলে যেতে থাকে এবং এই পরিস্থিতিতে অক্ষর প্যাটেল ইনফর্ম মার্কাস স্টয়নিসকে আউট করে অস্ট্রেলিয়ার মনোবল পুরো ভেঙে দেন। ডেভিড ও হেডের সংঘর্ষ চলতে থাকে তবে অর্ষদীপের বলে উইকেট হারান ডেভিড এবং বুমরাহের দুরন্ত বলে ট্রেভিস হেডকেও প্যাভিলিয়নে ফিরতে হয়। শেষমেশ ১৮১ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং, ২৪ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs AUS: “লজ্জা থাকলে সরে দাঁড়াক…” কোহলির ব্যর্থতা অব্যাহত, ক্ষোভের আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *