"শুধু স্টাইল মারতে জানে..." ভারতের সামনে ৩৩৭ রান বানালো নিউজিল্যান্ড, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে ইন্দোরে অনুষ্ঠিত হচ্ছে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই ম্যাচ। আজকের এই রুদ্ধশ্বাস ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।এক পরিবর্তন – আর্শদীপ সিংকে নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। ইনিংসের শুরুতে ভারতীয় বোলাররা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংস শুরু করতে এসে ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস দ্রুত আউট হয়ে যায়। তবে দু’জনেই ব্যর্থ হন। প্রথম ওভারেই হর্ষিত রানার বলে ক্যাচ দিয়ে ফিরে যান কনওয়ে (৫)। পরের ওভারেই আর্শদীপ সিং নিকোলাসকে শূন্য রানে ফিরিয়ে দেন। ৫৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চাপের পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করেন ড্যারিল মিচেলও গ্লেন ফিলিপস।দু’জনেই সেঞ্চুরি গড়েন এবং ২১৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মিচেল ১৩১ বল খেলে ১৩৭ রান করেন এবং গ্লেন ফিলিপস ১০৬ রান করেন। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ২৮ রানের সাহায্যে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে।

বোলিংয়ে হতাশ ভারত

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আর্শদীপ সিং। তিনি ১০ ওভারে ৬৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। হর্ষিত রানাও ৩টি উইকেট পেলেও রান খরচ করেন বেশি। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। সিরাজ তুলনামূলকভাবে মিতব্যয়ী হলেও কুলদীপ বেশ খরুচে প্রমাণিত হন। নীতিশ কুমার রেড্ডি ও রবীন্দ্র জাদেজা কোনও উইকেটের দেখা পাননি। ভারতের পারফরম্যান্স দেখে খুশি নন ভারতীয় সমর্থকরা। এক ভক্ত লিখেছেন, “এরকম বাজে বোলিং আমরা কোনোদিন দেখিনি।” আর এক ভক্ত লিখেছেন, “এমন বোলিং করলে বিশ্বকাপ জেতা যাবে না।” আর এক ভক্তের দাবি, “এমন ভাবে বোলিং করলে কিছু করার নেই।”

দেখেনিন টুইট

Read Also: বাদ গিল, ২০২৭ ওডিআই বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *