“ভারতের বাবর আজম…” বাংলাদেশের বিরুদ্ধে খাতা খুলতে ব্যার্থ শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !! 1

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চাপের মুখে টিম ইন্ডিয়া। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসান মাহমুদের (Hasan Mahmud) দুরন্ত আউট সুইংয়ে পরাস্ত হন ক্যাপ্টেন রোহিত শর্মা। ১৪ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত আউট হতে ব্যাটিং করতে আসেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল আবার একবার হলেন ব্যার্থ। প্রথম বল থেকেই সমস্যায় দেখা গিয়েছে তাকে।

খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন গিল

Shubman Gill
Shubman Gill | Image: Twitter

টেস্ট ক্রিকেটে শুভমান গিল এখনও পর্যন্ত নিজেকে প্রমাণ করতে হয়েছেন ব্যার্থ। আজকের টেস্ট ম্যাচের আগে ২৪ টেস্ট ম্যাচ খেলে শুভমান মাত্র ৩৬.১৭ গড়েই ব্যাটিং করেছিলেন। এর আগেও চ্যালেঞ্জিং উইকেটে সমস্যায় দেখা গিয়েছে শুভমানকে। হাসান মাহমুদের চতুর্থ ওভারের অষ্টম বলে শূন্য রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় গিলকে। লেগ স্ট্যাম্পের বাইরে থাকা বলে চার মারতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন। গিল আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Shubman Gill: মদের ঘোরে উদ্দাম শুভমান-ঈশান, জন্মদিনের পার্টির বিস্ফোরক ভিডিও হলো ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *